ডুবল আরো একটি ব্যাঙ্ক! লাইসেন্স বাতিল করল RBI, জেনে নিন কত টাকা পাবে সেই ব্যাঙ্কের গ্রাহকেরা

গতদিন থেকে মহারাষ্ট্রের ইন্ডিপেন্ডেস কো-অপারেটিভ ব্যাংক বন্ধ হয়ে গেল। এই ব্যাংকে যাদের বই ছিল তারা আর কোন পরিষেবা এই ব্যাংকের তরফ থেকে আর পাবেনা। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংকের লাইসেন্স বাতিল করে দিল। তবে কেন এরকম সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? আসুন বিস্তারিত জেনে নিন।

RBIএর তরফ থেকে জানানো হয়েছে, গত বছরই এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে পুরোপুরি কার্যকর করা হয়নি। কারণ গ্রাহকদের সুবিধার্থে আরবিআই বলেছিল, গ্রাহকরা আরও ৬ মাস টাকা তুলতে পারবে। আসলে গত বছর থেকেই ব্যাংকের আর্থিক অবস্থা খুবই খারাপ দিকে যাচ্ছিল। তাই ৬ মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু এরপরও ব্যাংকের আর্থিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি, তাই RBI এর তরফ থেকে ব্যাংকের লাইসেন্স বাতিল করে দেওয়া হল।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছেন, ইন্ডিপেন্ডেস ব্যাংকে পুঁজি যথেষ্ট পরিমাণ নেই। এরকম পরিস্থিতিতে ব্যাংক যদি খোলা থাকে, তাহলে গ্রাহকরা বড়োসড়ো ক্ষতির সম্মুখীন হবে। আগামী দিনেও ব্যাংকের পুজি বাড়বে কিনা তারও কোন লক্ষণ দেখতে পাননি আরবিআই তরফে। তবে যেসব গ্রাহকদের মহারাষ্ট্রের এই ব্যাংকে টাকা ছিল তারা সমস্ত টাকা ফেরত পাবেন। মহারাষ্ট্রে ইন্ডিপেন্ডেন্স কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড নাসিক শহরে অবস্থিত। গ্রাহকদের যাতে নিয়ম মেনে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে RBI.

আরবিআই নিয়ম অনুযায়ী, কোন ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে গ্রাহকদের ৫ লক্ষ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হবে। এর বেশি টাকা কোনো গ্রাহকের ব্যাংকে থাকলে, তাহলে সেই টাকা সেই গ্রাহক আর পাবেন না। মহারাষ্ট্রের এই ব্যাংকটিতে ৯৯ শতাংশ গ্রাহকের ব্যাংকে ৫ লক্ষ টাকা বা তারও কম টাকা রয়েছে। কিন্তু ১ শতাংশ গ্রাহকের ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট প্রভাবিত হয়েছে ।