কোটি টাকার মালকিন হওয়া সত্বেও মৃত্যুকালে জোটেনি চারজনের কাঁধ, ঠেলাগাড়ি করে নিয়ে যাওয়া হয়েছিল অভিনেত্রীর মৃতদেহ

বলিউড জগৎ বড়ই অদ্ভুত। কোন কোন তারকা ক্ষণিকের জন্য বিখ্যাত থেকে যায়, আবার পরবর্তীতে বিস্মৃতির জীবনযাপন শুরু করেন। কারো কারো অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে, তাদের চিকিৎসার টাকাও কাছে থাকে না অবশেষে। অতঃপর অত্যন্ত যন্ত্রণা দায়ক মৃত্যু বরণ করেছিলেন। ৬০ এর দশকের সুন্দরী অভিনেত্রী “ভিমি” (Vimi) এর শেষ জীবনটা ছিল খুবই মর্মান্তিক ও বেদনা দায়ক।

১৯৪৩ সালে একটি পাঞ্জাবি পরিবারে জন্ম নিয়েছিলেন ভিমি। জীবনের প্রথম দিকের ফিল্ম ক্যারিয়ার খুব ভালো কেটেছিল তার। কোটি টাকার বাংলো এবং অনেক দামি গাড়িও ছিল তার কাছে।কিন্তু একটা সময়ে এমন এক ভূমিকম্প এসেছিল তার জীবনে, যার ফলে ব্যাপক ভাবে বিধ্বস্ত হয়েছিলেন ভিমি। ‘রাজকুমার’, ‘সুনীল দত্ত’ এবং ‘মমতাজ’ অভিনীত “হুমরাজ” ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটেছিল ভিমির।

কলকাতার নামি ব্যবসায়ী ‘শিব আগরওয়াল’ কে বিয়ে করেছিলেন ভিমি। ভালোই চলছিল তার চলচ্চিত্র জীবন। কিন্তু টেক্সটাইল ব্যবসায় তিনি প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। তার ঋণের বোঝাও বেড়ে গিয়েছিলো বহুগুন। এমন পরিস্থিতিতে তার স্বামীও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তখন ভিমি ডিপ্রেশনে চলে গিয়ে, মদ্যপান শুরু করেছিলেন।

জানা যায়, এই অ্যালকোহল তার লিভারকে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করেছিল। ভিমির চিকিৎসার টাকাও ছিল না তার কাছে। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল তাকে। ১৯৭৭ সালের ২২ শে আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। খবর অনুযায়ী, মৃত্যুর পর তাকে কাঁধ দেওয়ার মতোও কেউ ছিল না। তার মৃতদেহ ঠেলা গাড়ি করে শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল।