একসময় টাকার অভাবে রেলস্টেশনে কাটাতে হয়েছিল রাত, আজ ৪০০ কোটি টাকার মালিক অভিনেতা অনুপম খের

৭০’ এর দশকের অন্যতম উজ্জ্বল এবং সেরা অভিনেতা। যার অভিনয়ে লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে একটি গুরুত্বপূর্ণ পরিচয় তৈরি করেছিলেন। তিনি হলেন “অনুপম খের”। তার সম্পর্কে বলতে গেলে, চলচ্চিত্র ক্যারিয়ারে বলিউডের পাশাপাশি হলিউডের অনেক ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার দুর্দান্ত অভিনয়ের ভিত্তিতে কেবল দেশেই নয়, বিদেশেও ছাপ ফেলেছিলেন অনুপম।

জানা যায়, এখনো পর্যন্ত ৫০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয় ক্যারিয়ারের ভিত্তিতে অসাধারণ সম্পদ এবং খ্যাতি অর্জন করেছেন এই অভিনেতা। ৭ ই মার্চ, ১৯৫৫ সালে সিমলায় জন্মগ্রহণ করেছিলেন অনুপম। তার বাবা বন বিভাগে একজন কেরানি পদে কর্মরত ছিলেন। নবম শ্রেণীতে অধ্যয়ন কালিন সময় থেকে অভিনয়ে যুক্ত ছিলেন অনুপম।

১৯৭৮ সালে নয়াদিল্লিতে অবস্থিত ‘ন্যাশনাল স্কুল অফ ড্রামা’ থেকে স্নাতক সম্পন্ন করেছিলেন। এরপর তিনি মুম্বাই চলে আসেন। কিন্তু তখন তার অর্থ এর খুবই অভাব ছিল। সমুদ্র সৈকত ও প্লাটফর্মে রাত কাটিয়েছিলেন দিনের পর দিন। পরবর্তী সময়ে হিন্দি চলচ্চিত্র শিল্পের পরিচালক “মহেশ ভাটে” এর নজরে পড়েন এবং তিনি অনুপম খেরকে তার ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত “সরনারহ” চলচ্চিত্রে কাজ করার সুযোগ দিয়েছিলেন।

তারপর থেকে আর পিছু ফিরে তাকাতে হয়নি অনুপম খেরকে। একাধিক সুপারহিট ফিল্ম উপহার দিয়েছিলেন দর্শকদের। বেশ কয়েকবার সেরা অভিনেতার পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তিনি। ছবিতে বাবার চরিত্রে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলেন অভিনেতা। কঠোর পরিশ্রম নিষ্ঠার মাধ্যমে অভিনেতা প্রচুর খ্যাতি ও অর্থউপার্জন করতে সক্ষম হয়েছিলেন।