মাত্র ২৫ টাকায় করতে হয়েছিল অভিনয়, দাদাগিরিতে সৌরভের কাছে নিজের কষ্টের কথা তুলে ধরলেন শুভাশীষ মুখার্জী

টলিউড জগতে প্রতিভাবান শিল্পীর মধ্যে অন্যতম হলেন অভিনেতা শুভাশীষ মুখার্জি। তাঁকে কমেডিয়ান হিসাবে বেশি পছন্দ করেন দর্শকরা। তিনি ১৯৮৭ সালে ‘ছোট বকুলপুরের যাত্রী’ সিনেমার মধ্য দিয়ে টলিউড জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তিনি বেশ কিছু বছর ধরে ছোটপর্দার বাংলা ধারাবাহিকেও অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। কমেডি চরিত্র ছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করে তাঁর অভিনয়ের দক্ষতা সকলকে বুঝিয়ে দিয়েছেন।
সম্প্রতি তিনি দাদাগীরির মঞ্চে এসেছিলেন। সেখানে তিনি দাদার সাথে গল্প করার সময়, তিনি তার জীবনের নানান ওঠাপড়া সফলতা ও অসফলতার গল্প দাদার সাথে শেয়ার করেছেন। তিনি কিভাবে মানুষের মনে জনপ্রিয়তার খ্যাতি অর্জন করেছেন,
তাও বলেছেন দাদাকে। অভিনয় জগতের পথ কতটা তার জন্য সহজ ছিলো, সবকিছুই দাদার সাথে যিনি শেয়ার করেছেন। তিনি এটাও বলেছেন তাঁর প্রথম ইনকাম কত ছিল অভিনয় জগতে?
অভিনেতা শুভাশীষ প্রথম যখন অভিনয় জগতে এসেছিলেন, তখন তাকে পারিশ্রমিক হিসাবে খুবই কম মূল্য দেওয়া হতো। এমনও দিন গেছে তাকে একটি সিনেমায় ক্রমাগত চিৎকার করতে হয়েছিল। তাঁকে এবং তাঁর সহকর্মীদের ১০০ টাকা করে পারিশ্রমিক দেওয়া হতো। অর্থাৎ প্রত্যেকের পকেটে ২৫ টাকা করে আসতো। যদিও কোন পরিচালকের নাম তিনি সবার সামনে বলেননি। তবে তিনি তাঁর কষ্টে কাটা দিনগুলোর কথা সবার সামনে তুলে ধরেছেন।
সম্প্রতি ‘তানসেনের তানপুরা’ নামক একটি ওয়েব সিরিজে তিনি অভিনয় করেছেন। তিনি ‘মহালায়া’, ‘প্রফেসর শঙ্কু’ প্রমূখ টলিউডের সিনেমাগুলোতে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে। ২০১১ সালে টেনিদা সিনেমাতে তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন।