একসময় রাস্তায় খাবার বিক্রি করে কাটতো দিন, আজ নিজের আইডিয়াতে কোটি কোটি টাকার মালিক এই ব্যাক্তি

সফলতা পেতে গেলে পরিশ্রম অবশ্যই করতে হবে। পরিশ্রম বিনা অসফলতার মুখোমুখি হওয়াই স্বাভাবিক ব্যাপার। তবে নিষ্ঠা এবং একাগ্রতার সাথে কোন কাজ শুরু করলে তা থেকে নিশ্চয়ই আপনি আশার আলো দেখতে পাবেন। এক মুঠো আশার আলো আপনাকে আপনার লক্ষ্যে আরো পৌছিয়ে দেবে। তবে আজ এমনই এক ব্যক্তির কথা আপনাদের বলবো, যিনি খুব ছোট বয়স থেকে বাবার সাথে কাজ করতে শুরু করেন। আজ তিনি একজন সফল ব্যবসায়ী।

ওই ব্যক্তির নাম হল সুরেশ চিন্নাসামি। তিনি তামিলনাড়ুতে বসবাস করেন। তাঁর জনপ্রিয় রেস্টুরেন্ট ‘ চালান’ আছে। এটি শুধু তামিলনাড়ুতে নয় পুরো দক্ষিণ ভারতের বিখ্যাত হয়ে উঠেছে। তিনি এখনো পর্যন্ত ১৮ কোটি টাকার মালিক। তিনি ধনী ব্যবসায়ীদের মধ্যে একজন।

তবে তাঁর সফলতার পিছনে অনেক পরিশ্রম এবং সংগ্রাম রয়েছে। তিনি ছোটবেলা থেকেই দারিদ্রতা দেখেছেন। তাই মাত্র ১২ বছর বয়স থেকে পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে কাজ করতে শুরু করেন। তার বাবার ছোট্ট খাবারের দোকান ছিল। তিনি সেই খাবারের দোকানে তাঁর বাবাকে সাহায্য করতেন। ছোটবেলা থেকেই তার বাবার খাবারের দোকান তিনি ভালো চলার ব্যবস্থা করেছিলেন।

এর পাশাপশি সুরেশের পড়াশোনাও চলছিল। তিনি স্নাতক ডিগ্রি অর্জন করার পর মাদ্রাজ হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন থেকে হোটেল ম্যানেজমেন্ট কোর্স করেন। তিনি মার্কেটিংয়ে MBA ডিগ্রি অর্জন করেন। তিনি অত্যন্ত ভালো পড়াশোনায় ছিলেন। যদিও এসব চলাকালীন তার বাবা তাঁকে আরও একটি ভালো খাবারের দোকান করে দিয়েছিল। তিনি পড়াশোনা পাশে খাবারের দোকানটিও চালাচ্ছিলেন। এরপর তিনি পড়াশোনা শেষ করে গ্র্যান্ড কেম্যান দ্বীপের হোটেলে রিটজ কার্লটনে শেফের কাজে যুক্ত হন। অবশেষে তিনি নিজে তাঁর স্ত্রীয়ের সাথে নিজস্ব রেস্তোরাঁর খুলে বসেন।