সিভিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে শুরু করলেন স্ট্রবেরি চাষ, অল্প সময়েই ৩ লাখ টাকার ব্যবসা করলেন যশ

পড়তেন সিভিল ইঞ্জিনিয়ারিং। কিন্তু মাঝপথেই সেই পড়া থামিয়ে দেন বিহারের বাঁকা জেলার অমরপুর ব্লকের রঘুনাথপুরের যশ। ইঞ্জিনিয়ারিং-র দিকে তাঁর মন ছিল না, তাঁর মনে পড়ে থাকত কৃষি কাজের দিকে। সেই কারণেই বেঙ্গালুরু থেকে তৃতীয় বর্ষের পড়া মাঝপথে ছেড়ে দিয়ে ফিরে আসেন গ্রামে। ২০১৮ সালে গ্রামে ফিরেই শুরু করেন কৃষি কাজ নিয়ে চর্চা। শুরু করেন আধুনিক কৃষিকাজ।

বাবা এবং ইউটিউবের সাহায্যেই শুরু করেন কৃষিকাজে হাতে খড়ি। তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি, এমনকি পড়াশুনা ছেড়ে আসার আফসোসও করতে হয়নি তাঁকে। ২০১৯ সালে উদ্যানতত্ত্ব বিভাগের সহায়তায় সবজি চাষের জন্য FDD রোপণ করেছিলেন যশ। সেখানে সারাবছরই সবজি চাষ হত।

এরপর গত বছর আগস্ট মাস থেকে স্ট্রবেরি চাষের জন্য তাঁর দেড় বিঘা জমি প্রস্তুত করেন। জমিতে মাটি তোলা থেকে শুরু করে জলের জন্য ড্রিপও বসিয়েছিলেন তিনি। মালচিং পদ্ধতিতে করা হয় স্ট্রবেরি চাষ।

জমিতে স্ট্রবেরি চাষ করে যশ জানান, আগের থেকে অনেক বেশি উপার্জন হতে শুরু করেছে। এবার বেশি জমিতে স্ট্রবেরি চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। পাইকারি ৩০০ টাকা কেজি দরে প্রায় ১০ কুইন্টাল স্ট্রবেরি বিক্রি করে বেশ ভালোই মুনাফা লাভ করেছেন তিনি। দেড় মাসে এ পর্যন্ত তিন লাখ টাকার স্ট্রবেরি বিক্রি করেছেন যশ। তিনি জানান, তাঁর বেশিরভাগ স্ট্রবেরি ভাগলপুর এবং বাঙ্কায় বিক্রি হয়।