এক চার্জে চলবে 75 থেকে 121 কিলোমিটার, রইল ভারতের সেরা ৫ ইলেকট্রিক 2 হুইলার

দেশে যেভাবে পেট্রোল ডিজেলের দাম বাড়ছে, তাতে করে তেল অপেক্ষা বৈদ্যুতিক গাড়ির দিকে বেশি ঝোঁক বাড়ছে মানুষের। গাড়িতে তেল ভরতে গিয়ে মানুষের পকেট গড়ের মাঠ হওয়ার পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তাই বর্তমান সময়ে দেখা যাচ্ছে, 2 হুইলারের ক্ষেত্রে মানুষের ভোট ইলেকট্রিক স্কুটার বা বাইকের দিকেই বেশি। এই করোনা আবহে অফিসে যাওয়ার জন্য 2 হুইলারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

এতে করে নিরিবিলিতে যাওয়াও যায় এবং সংক্রমণের ভয়ও থাকে না। তবে যাদের বাড়িতে 2 হুইলার নেই কিন্তু কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য রইল ৫ টি সেরা ইলেকট্রিক স্কুটার এবং ইলেকট্রিক বাইকের সম্ভার। দেখে নিন মাইলেজ থেকে শুরু করে দামও। OLA S1 Electric Scooter- 99,999 টাকায় পেয়ে যাবেন 121 কিমি এবং 90 কিমি মাইলেজ বিশিষ্ট OLA S1। মাত্র ৪৯৯ টাকা দিয়েই এই গাড়িটি বুকিং করতে পারবেন আপনি।

ফুল চার্জ হতে ৫ ঘণ্টারও কম সময় লাগবে। পাশাপাশি 1,29,999 টাকায় আরও বেশি রেঞ্জ, দ্রুত গতি এবং আরও নতুন এবং আরও ভালো বৈশিষ্ট্য OLA S1 Pro মডেলটিও কিনতে পারেন আপনি। Revolt RV 400 Electric Bike- 150 কিলোমিটার রেঞ্জ এবং 85 কিলোমিটার প্রতি ঘণ্টায় চলমান Revolt RV 400 ইলেকট্রিক বাইকটির দাম 99,999 টাকা। সিটি মোডে এই বাইকের রেঞ্জ 100 কিলোমিটার এবং ঘণ্টায় গতি 65 কিমি।

অন্যদিকে স্পোর্ট মোডে এই বাইকের রেঞ্জ 80 কিলোমিটার এবং গতি 85 kmph। TVS iQube Scooter- 1,00,777 টাকায় বিক্রি হওয়া TVS iQube Scooter-র পিকআপ খুবই ভালো। একবার চার্জ দিলে 75 কিলোমিটার পর্যন্ত ছুটতে পার এই গাড়ি। মাত্র 4.2 সেকেন্ডে 40 কিলোমিটার পথ অতিক্রম করার ক্ষমতা রয়েছে TVS iQube Scooter-র।

Bajaj Chetak Electric Scooter- একবার চার্জ দিলে 90 কিমি পর্যন্ত দৌড়াতে সক্ষম Bajaj Chetak Electric Scooter-র দাম 1,00,000 টাকা। সম্পূর্ণ চাজ হতে সময় লাগে মাত্র ৫ ঘণ্টা। Ather 450X Electric Scooter- 1,32,426 টাকা মূল্যের Ather 450X Electric Scooter একবার চার্জ দিলে 116 কিমি যাওয়ার ক্ষমতা রাখে। মাত্র সাড়ে ৩ ঘণ্টাতেই ৮০% চার্জ হয়ে যায় এই গাড়ি।