প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা SPG কমান্ডোরা প্রতি মাসে পান মোটা টাকা স্যালারি, চাকরি পাওয়া অত্যাধিক কঠিন

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর পুরো দেশের দায়িত্ব রয়েছে। যার কারণে প্রধানমন্ত্রীকে বিভিন্ন কাজে বিভিন্ন রাজ্যের সফর করতে হয়। এ সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব থাকে স্পেশাল প্রোটেক্টিং গ্রুপের ওপর(এসপিজি)। এরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছায়ার মত লেগে থাকে। যাতে কোনরকম ঝামেলায় প্রধানমন্ত্রীকে না পড়তে হয়। কিন্তু আপনি কি জানেন প্রধানমন্ত্রী নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে যেসব এসপিজি কমান্ডোরা তাঁদের বেতন কত এবং তাদের কি ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হয়ে থাকে সরকারের তরফ থেকে।

দেশের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী জন্য নিয়োগ করা হয়ে থাকে পুরো দেশের মধ্য থেকে যোগ্য যুবকদের। এজন্য তাকে বিভিন্ন ধাপ অতিক্রম করতে হয় ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার আগে। কিন্তু এসপিজি কমান্ডো হওয়ার জন্য কোন নিয়োগ-প্রক্রিয়া নেই। কারণ আইপিএস, সিআরপিএফ, বিএসএফ এবং সিআইএসআর এর মধ্যে সেরা সদস্যদের ওই পদের জন্য নির্বাচন করা হয়ে থাকে।

এসপিজি কমান্ডোদের ডিউটি খুবই কঠিন। তাঁদের সার্বক্ষণিক সজাগ থাকতে হয়। তাই এটাকে ২৪ ঘন্টার কাজ বললেও ভুল বলা হবে না। কমান্ডোদের প্রতিমাসে ৮৪,২৩৬ টাকা থেকে শুরু করে ২,৩৯,৪৫৭ টাকা দেওয়া হয়ে থাকে। প্রতিটি কমান্ডোর বেতন নির্ভর করে তার পদমর্যাদার ভিত্তিতে। তবে সরকারি ওয়েবসাইট অনুসারে এসপিজি কমান্ডোদের প্রতি মাসে বেতন ৫৩,১০০ টাকা থেকে ৬৯,৫০০টাকা দেওয়া হয়ে থাকে। যার মধ্যে ৪০ শতাংশ বেতন ভাতা বার্ষিক হিসেবেও যোগ করা থাকে।

এসপিজি কমান্ডোদের কাজ অত্যন্ত দায়িত্বশীল। তাই এই কাজের জন্য নির্বাচিত সৈন্যদের কঠিন প্রশিক্ষণ দিতে হয়। এসপিজি জন্য নির্বাচিত সৈন্যরা আগে থেকেই ভারতীয় সেনাবাহিনীর অংশ এবং প্রশিক্ষণ নিয়েছে। তবু তাঁদের বিশেষ প্রশিক্ষণ নিতে হয়। এই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয় ইউএস সিক্রেট এজেন্টদের। যেখানে সৈন্যদের শারীরিক প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক অস্ত্র ব্যবহার করতেও শেখানো হয়ে থাকে। এছাড়াও কমান্ডোদের বলা হয় কিভাবে সর্বদা সক্রিয় থাকতে হবে এবং জরুরি পরিস্থিতিতে শত্রুর মোকাবিলা করতে হবে। গোপন প্রশিক্ষণ শেষ হওয়ার পরে জাওয়ানদের ৩ মাসের জন্য বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়। যেখানে তাদের সক্রিয়তা এবং সততা পরীক্ষা করা হয়ে থাকে।