ইউক্রেনে আটকে থাকা ছাত্রদের দেশে ফেরাতে মাঠে নামলেন সোনু সুদ, বললেন- এটা আমার সবথেকে কঠিন টাস্ক

বিগত এক সপ্তাহ ধরে রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এখনও ইউক্রেনের আকাশে রাশিয়ার যুদ্ধ বিমান উড়ে চলেছে। ভারতের অনেক নাগরিক বিশেষত ছাত্র-ছাত্রী এখনো পর্যন্ত ইউক্রেনে আটকে আছে। এমতাবস্থায় অভিনেতা সোনু সুদ (Sonu Sood) আবার তাদের উদ্ধারে নেমে পড়েছেন। অভিনয়ের জগতে এই সোনু সুদকে খল নায়কের চরিত্রের অভিনয় করতে দেখা গেলেও বাস্তবে তিনি ভারতের অন্যতম একজন প্রকৃত হিরো।

করোনা সময় থেকেই তিনি বিভিন্ন সামাজিক কাজকর্মের সাথে জড়িত আছেন। অনেক মানুষকে উদ্ধার করে তাদের প্রাণ বাঁচিয়েছেন। তাই করোনাকাল থেকে তাকে মাসিহা বলা হয়েছে। এবার তিনি ইউক্রেনে আটকে থাকা ছাত্র-ছাত্রী দের কাছে আবার মাসিহার মত উপস্থিত হয়েছেন। তিনি তাদের ওই যুদ্ধ পরিস্থিতি থেকে নিরাপদে দেশে ফিরিয়ে আনছেন।

যে সব ছাত্র-ছাত্রীরা উদ্ধার হয়েছে তারা তাদের উদ্ধারের ঘটনাগুলো বর্ণনা করে সোনু সুদকে অনেক ধন্যবাদ জানিয়েছেন। এই রকম একজন ছাত্র হলেন হর্ষ। তিনি বলেছেন যে তিনি কিয়েভে আটকে ছিলেন। সোনু সুদ তাকে সেখান থেকে বের করে এনেছেন। তারা সবাই এখন লভিভের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেখান থেকে নিরাপদে তারা ভারতে পৌঁছে যাবেন।

 

এরকমই আরেকজন ছাত্রী হচ্ছে চারু। তিনি বলেছেন যে সোনু সুদের টিম সঠিক সময়ে এসে তাদেরকে রক্ষা করেছেন। তিনিও কিয়েভে আটকে ছিলেন। সেখান থেকে তারা বেরিয়ে পড়েছেন তারা আজ রাতে পোল্যান্ডের বর্ডার পার হয়ে সেখান থেকে ভারতে পৌঁছাবেন। তাদের জীবনে নতুন আসা জাগানোর তারা সবাই সোনু সুদকে বার বার ধন্যবাদ জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় সোনু সুদ পোস্ট করে বলেছেন যে এটি হচ্ছে তার এখনও পর্যন্ত জীবনের সবচেয়ে কঠিন কাজ। সৌভাগ্যবশত তিনি অনেককে উদ্ধার করতে পেরেছেন এবং তাদেরকে নিরাপদে ভারতে আনতে পারছেন। এর জন্য তিনি ভারত সরকার, ভারতীয় বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস কে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।