“করবেন নাকো কেস, ভারত আমার দেশ”- বাদাম কাকুর পর ভাইরাল হলো বেলুন কাকুর ভিডিও

সময়, সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয়। কাকে কখন কোন উচ্চতায় পৌঁছে দেবে তা একমাত্র সময় বলতে পারে। ‘ভালো সময়’ কোন ব্যক্তিকে আকাশ ছোঁয়া স্থানে পৌঁছে দেয়, আবার খারাপ সময় কাউকে ধুলোতে মিশিয়ে দেয়। শ্রীলংকার গান ‘মানিকে মাঙ্গে হিতে’ কিছু দিন বেশ সারা ফেলেছিলো গোটা বিশ্বে। তারপর ‘ভুবন বাদ্যকরের’ এর গাওয়া ‘কাঁচা বাদাম’ গানের জোয়ারে গাঁ ভাসিয়েছে সাধারণ মানুষ থেকে তারকারাও।

বর্তমান ডিজিটালাইজেশনের যুগে প্রায় প্রতিটা মানুষেরই হাতের মুঠোয় গোটা বিশ্ব। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোন প্রান্তের ভিডিও মুহুর্তের মধ্যে ছড়িয়ে যাচ্ছে দেশ জুড়ে। বহু অজানা প্রতিবার দেখা পাওয়া যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন প্রতিভার অনেক ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কাচা বাদাম, কাঁচা পেয়ারার পর এবার বেলুন বিক্রেতার ছন্দের ক্যামেরাবন্দী ভিডিও তোলপাড় করছে নেট পাড়া। ‘মুর্শিদাবাদ’ জেলার ‘টিকটিকি’ পাড়া গ্রামের বাসিন্দা “আফতাব ফকির”। পেশায় একজন বেলুন ব্যাবসায়ী। সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেন ‘বেলুন’। ছড়ার মতো ছন্দ মিলিয়ে কথা বলেন এই বিক্রেতা। উদা: ‘না নিলে আপনার লস, এই বেলুনের দাম মাত্র দশ (১০)’।

ছন্দের মাধ্যমে তার এই বেলুন বিক্রির অভিনব পদ্ধতি নেট দুনিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। নেটিজেনরা তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করছেন ভিডিও বিষয়ে। ছোট-বড় অনেক প্রতিভা আজ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে সামাজিক মাধ্যম মারফত। সুপ্ত প্রতিভার বহিঃপ্রকাশ এর সহজ উপায় হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া।