ছোটো বাচ্চার হার্টে ছিদ্র, একটা টুইট আর সাথে সাথে চিকিৎসার ব্যাবস্থা করে বাঁচালেন সোনু সুদ

রাজস্থানের পাঁচ মাস বয়সী মেয়ে সানিয়ার জন্য বাস্তব জীবনের নায়ক সোনু সুদ নায়কের থেকে কিছু কম নয়। এর আগেও সোনু সুদ তার ফাউন্ডেশনের মাধ্যমে বহু মানুষের চিকিৎসা করেছেন। এখন দেশে কোন মানুষের কিছু প্রয়োজন হলেই, তিনি সোনু সুদের কাছে সাহায্য চেয়ে থাকেন। সোনু সুদও তাকে দিকে আন্তরিকভাবে সাহায্যর হাত বাড়িয়ে দেন। করোনার সময় সত্যিকারের নায়ক হিসেবে আবির্ভূত অভিনেতা সোনু সুদ রাজস্থানের আরেক মেয়ের জীবন বাঁচিয়েছেন।

সোনু সুদের কারণেই নতুন জীবন পেয়েছেন সানিয়া। ৫ মাস বয়সী এক বাচ্ছার হৃদয়ে ছিদ্র ছিল! আসলে, রাজস্থানের জালোর জেলার ভিনমালের বাসিন্দা প্রমোদ কুমারের ছেলে প্রভু লাল জিনগরের জন্ম থেকেই তার হার্টে ছিদ্র ছিল।চিকিৎসায় ব্যয় হচ্ছে ৯ লাখ টাকা। দরিদ্র হওয়ায় শিশুটির চিকিৎসা করাতে পারেনি পরিবার। ঠিক তখনই ভগবানের দূত হিসেবে আবির্ভূত হন সোনু সুদ। অন্য কোথাও থেকে আর্থিক সাহায্য না পাওয়ায় পরিবারের সদস্যরা টুইটের মাধ্যমে সোনু সুদের কাছে তাদের সমস্যার কথা জানান।

এরপর মুম্বাই থেকে সোনু সুদ ফাউন্ডেশনের দল জালোরে পৌঁছে এবং মেয়েটিকে চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হয়। ২৫ দিন থেকে সম্পূর্ণ সুস্থ হওয়ার পর, তিনি এখন বাড়িতে পৌঁছেছেন। সোনু সুদ ফাউন্ডেশনের ইনচার্জ হিতেশ জৈন জানান, জালোর জেলার সানিয়ার শ্বাসতন্ত্র বন্ধ হয়ে গিয়েছিল, তার হৃদয়ে ছিদ্র ছিল। এর আগে প্রমোদ জিনগর গুজরাটের আহমেদাবাদের পালানপুরে দেড় মাস চিকিৎসা নিয়েছিলেন।

 

চিকিৎসা চলাকালে মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হলে হৃদপিণ্ডে ছিদ্রের জন্য অপারেশন করার পরামর্শ দেন চিকিৎসকরা। গুজরাটে এর চিকিৎসায় প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা খরচ হয়েছে বলে জানা গেছে। এর পরে কমলেশ কুমার জিনগর নরেশ খিলেরি নামে এক যুবককে টুইট করেন। এরপর রিপোর্ট যাচাই-বাছাই করে মেয়েটিকে চিকিৎসার জন্য মুম্বাই নিয়ে যাওয়া হয়, সেখানে তার চিকিৎসা সফল হয়। পরিবারের সদস্যদের আবেদনে সোনু সুদ ফাউন্ডেশন সানিয়াররাই চিকিৎসা করেন। খুশিতে তার পরিবারের সদস্যরা মেয়ের নাম রেখেছেন সোনু। সোনু সুদ নিজেও টুইট করে আনন্দ প্রকাশ করেছেন।