দু দিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় পাহাড়ে আটকে ছিল যুবক, বাঁচিয়ে আনল ইন্ডিয়ান আর্মি

দেশের সদাসর্বদা রক্ষক সেনাবাহিনী আছে বলেই আমরা ভারতীয়রা নিশ্চিন্তে বাড়িতে থাকতে পারি। সেনাবাহিনীর দেশের জনগণকে রক্ষার ঘটনা প্রায়ই গণ মাধ্যমে চোখে পড়ে। এরকমই আরেকটা ঘটনা ঘটনাটি সামনে এসেছে। পর্বতারোহীরা পর্বতপ্রেমী হয়ে থাকেন এবং এই জন্য তাদের জীবন বহুবার বিপদের সম্মুখীন হয়।

এরকমই এক পর্বতারোহী হচ্ছেন আর বাবু যিনি কেরালার বাসিন্দা যিনি তার দুই বন্ধুকে নিয়ে মালাপুঝার চেরাদ পাহাড়ের চূড়ায় উঠছিলেন। ক্রমাগত পাহাড়ে ওঠার সময় হটাৎ তার পা পিছলে যায় এবং তিনি পাহাড়ের বড়ো বড়ো চাঁয়ের মাঝে আটকে পড়েন। তার বন্ধুরা তাকে উদ্ধারে ব্যার্থ হয়। তারা তখন নিকটবর্তী শহরে গিয়ে উদ্ধারকারীদের খবর দেন।

 

উদ্ধারকারীরা তাকে উদ্ধারে তৎপর হয় কিন্তু পাহাড়ের উচ্চতার কারণে তারা প্রচন্ড অসুবিধার সম্মুখীন হন। মাদ্রাজ রেজিমেন্টাল দলের দু জন 250 ফুট উচ্চতায় উঠে তার কাছে পৌঁছান এবং তারা তাকে পাহাড়ের নীচে নামিয়ে আনার পরিবর্তে উপরে উঠানোর সিদ্ধান্ত নেন। তাকে বাঁচানোর জন্য হেলিকপ্টার ব্যবহার করা হলেও কিন্তু বায়ুর তীব্র গতির জন্য তারা অসফল হয়।

এরপরে এনডিআরএফ টিম তাকে উদ্ধার করতে চেষ্টা করেন। অবশেষে বুধবার সকালে সেনাবাহিনী ক্ষুধার্ত তৃষ্ণার্ত যুবকের প্রাণ বাঁচায়। রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এই ঘটনার তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন যে সেনাবাহিনী মালাপুঝার পাহাড়ে ওঠা পর্বতারোহীর প্রাণ বাঁচিয়েছে। যুবকটি যদিও এখনও ভীতসন্ত্রস্ত এবং চিকিৎসাধীন।

সেনাবাহিনীর এই মিশনের জন্য তিনি সেনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন। সেনা সদস্য তরফ থেকে উদ্ধারের পরে একটা ভিডিও সামনে এসেছে যেখানে এই যুবকটি সেনাবাহিনীর সেনাদেরকে চুম্বন করছেন এবং তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছেন তার জীবন বাঁচানোর জন্য। শেষে সেনাবাহিনী দেশের সেনা ও ভারত মাতার জয়গান করেন। ভারতীয়দের জীবনের রক্ষক হিসেবে সবসময় এগিয়ে আছে ভারতীয় সেনাবাহিনী।