শ্রেয়া থেকে সুনিধি, অরিজিৎ থেকে বাদশা- গায়ক গায়িকাদের পারিশ্রমিক শুনলে ঘুরবে মাথা

বলিউডের দামি নামি গায়ক-গায়িকাদের পারিশ্রমিকও কম নয়। কিছু কিছু বলিউডের জনপ্রিয় গায়িকা টলিউডেও কাজ করে থাকেন। অনেক জনপ্রিয় গায়ক-গায়িকা বাঙালিও। কিন্তু তারা সমানতালে বলিউড এবং টলিউডে গান গেয়ে চলেছেন। এই সকল গায়ক-গায়িকারা তাঁরা প্রতিটি গানের জন্য অনেক পারিশ্রমিক নিয়ে থাকেন। আসুন জেনে নিন, জনপ্রিয় গায়ক গায়িকারা কত পারিশ্রমিক নিয়ে থাকেন?

সবার প্রথমেই আছেন অরিজিৎ সিং –

দেশ থেকে বিদেশ তাঁর ভক্ত সব জায়গায় রয়েছে। বলিউড থেকে টলিউড সব জায়গায় নিজের গানের প্রতিভার দ্বারা মানুষের মন জয় করে নিয়েছেন। কখনো তিনি রোমান্টিক গান গেয়েছেন কখনো বা তাঁর গানে আবেগ অনুভূতিতে ভেসে উঠেছে। তিনি প্রতিটি গানের জন্য পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকে ১৮ থেকে ২০ লাখ টাকা। তিনি লাইভ পারফর্মেন্স এর জন্য নিয়ে থাকেন ১.৫ কোটি টাকা।

শ্রেয়া ঘোষাল –

বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল নিজের গানের প্রতিভার দ্বারা পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করেছেন। তিনি বলিউড থেকে টলিউডে সব জায়গায় তাঁর গানের দক্ষতা দেখিয়েছেন। তিনি সারেগামাপার রিয়েলিটি শো’র মধ্য দিয়ে ক্যামেরার সামনে গান গাইতে শুরু করেন। আজ তাঁর গান আট থেকে আশি সবাই খুব পছন্দ করেন। তিনি পারিশ্রমিক হিসেবে নিয়ে থাকেন ১৮ থেকে ২০ লক্ষ টাকা।

৩. নেহা কক্কর –

তিনি অনেক পরিশ্রম করে তাঁর গানের ক্যারিয়ার বলিউডে শুরু করেছিলেন। তিনি বলিউডের মুভিতে গান গেয়ে থাকেন। তিনি গান পিছু নিয়ে থাকেন ১৫ থেকে ১৮ লক্ষ টাকা।

৪. বাদশা –

বলিউডের মুভিতে তাঁর গান শুনে সবাই নেচে ওঠে। তিনি পাঞ্জাব থেকে উঠে এসেছেন। তিনি প্রতি গান পিছু পারিশ্রমিক নিয়ে থাকেন ২০ লক্ষ টাকা।

৫. মিকা সিং –

মিকা সিংও পাঞ্জাব থেকে উঠে এসেছেন। তিনি আজ বলিউডের জনপ্রিয় সফল গায়ক। তিনি প্রতিটি গানের জন্য নিয়ে থাকেন ২০ থেকে ২২ লক্ষ টাকা।

৬. সুনিধি চৌহান –

বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা হলেন জনপ্রিয় গায়িকা হলেন সুনিধি চৌহান। তাঁর কণ্ঠে জাদু রয়েছে। তাঁর গান শোনার জন্য হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে। তাঁর ভক্ত দেশ-বিদেশে ছড়িয়ে আছে।