বলিউডের ১০ জন ধনী সুপারস্টার, যাদের সম্পত্তি দেখলে লজ্জা পায় ধনকুবেরাও

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি সমগ্র বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি। এই কারণে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা শুধুমাত্র অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেননি, তার সাথে তারা আজ কোটি কোটি টাকার মালিক। আজ আপনাদের কিছু সুপারস্টার অভিনেতার কথা বলবো, যারা কোটি কোটি সম্পত্তির মালিক।

১. শাহরুখ খান –

সবার প্রথমে রয়েছেন কিং খান শাহরুখ খান। তাঁর সম্পত্তির পরিমাণ ৭৪০ মিলিয়ন ডলার।

২. অমিতাভ বাচ্চান –

হিন্দি চলচ্চিত্র জগতের মেগাস্টার অভিনেতা হলেন অমিতাভ বাচ্চান। তিনি অনেক হিট, সুপারহিট এবং ব্লকবাস্টার ছবি করেছেন তার সম্পত্তির পরিমাণ প্রায় ৪০৫ মিলিয়ন ডলার।

৩. সালমান খান –

বলিউডের মেগাস্টার সালমান খান শীর্ষ অভিনেতাদের মধ্যে একজন। তিনি তাঁর বেশিরভাগ ছবি জন্য ১০০ কোটি টাকার উপরে পারিশ্রমিক নিয়ে থাকেন। তার সম্পত্তির পরিমাণ প্রায় ২২০ মিলিয়ন ডলার।

৪. আমির খান –

বলিউডের প্রবীণ অভিনেতাদের মধ্যে একজন হলেন আমির খান। তাঁকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিস্টার পারফেকশনিস্ট বলা হয়ে থাকে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২০৫ মিলিয়ন ডলার।

৫. অক্ষয় কুমার –

বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহুমুখী অভিনেতা হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন অক্ষয় কুমার। তিনি বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় দক্ষতা দেখিয়েছেন। তিনি আজ ২০০ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক।

৬. সাইফ আলী খান –

পতৌদি পরিবারের নবাব হওয়া সত্বেও, তিনি বলিউডের একজন বিখ্যাত এবং সুপরিচিত অভিনেতা হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৪০ মিলিয়ন ডলার।

৭. হৃতিক রোশন –

বলিউড অভিনেতা হৃত্বিক রোশন তাঁর দুর্দান্ত চেহারা এবং অ্যাকশন সিনেমা করার মধ্য দিয়ে তিনি লক্ষ্য লক্ষ্য দর্শকদের হৃদয় নিজের জায়গা করে নিয়েছেন। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৯৮ মিলিয়ন ডলার।

৮. জন আব্রাহাম –

তিনি একধারে সুপরিচিত মডেল অন্যদিকে জনপ্রিয় অভিনেতা। তিনি তাঁর ফিল্ম ক্যারিয়ারে অনেক ছবিতে কাজ করেছেন। তার সম্পত্তির পরিমাণ প্রায় ৬৮ মিলিয়ন ডলার।

৯. রণবীর কাপুর –

বলিউড অভিনেতা ঋষি কাপুরের ছেলে হলো রণবির কাপুর। তিনি তাঁর অভিনয় দক্ষতা অভিনয় জগতে বারবার দেখিয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ মিলিয়ন ডলার।