মানবিক সিংহী:হাতের সামনে শিকার পেয়েও দলছুট বাছুরকে ফিরিয়ে দিল মায়ের কাছে

বনের রাজা বলা হয়ে থাকে পশুরাজ সিংহকে। তাকে কিন্তু মাংসাশী প্রাণীও বলা হয়ে থাকে। প্রাণী শিকারে তার চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে থাকে। একবার যে প্রাণীর দিকে তাক করে, তাকে শিকার করেই ছাড়ে। কিন্তু এমন দৃশ্য কেউ দেখেছেন, যে নিজের শিকারের খাবার ছেড়ে দিচ্ছে মাতৃত্বের টানে। না না রূপকথার গল্প নয়। একেবারে তাজ্জব হওয়া বাস্তব ঘটনা।

ঘটনাটি ঘটেছে তানজানিয়ার সেরেনগাতি জাতীয় উদ্যানে। গত ১০ ই জানুয়ারি, বনদপ্তরের কর্মীরা লক্ষ করে, একদল বনগরু ছুটছে। তার সাথে পাল্লা দিয়ে হাঁটছে একটি সিংহী। তার পাশে পাশে হাঁটছে একটা বাছুর। বাছুরটাকে দেখে মনে হচ্ছে, যেন সে তার মাকে অনুসরণ করছে। কিন্তু সিংহীটা তাকে শিকার করেনি , অথচ সে চাইলেই সহজেই তাকে শিকার করতে পারতো।

উদ্যানের কর্তৃপক্ষের সদস্যরা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। মহুর্তের মধ্যে ভিডিওটি ব্যাপক হারে ভাইরাল হয়ে গিয়েছিল। ভিডিওটিতে লাইক এবং কমেন্ট ভরে গিয়েছিল। ভিডিওটি এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে শেয়ার হয়ে গিয়েছে। অনেকে কমেন্টে সিংহীর তারিফও করেছে।

তানজানিয়ার ন্যাশনাল পার্কের অথরিটি মুখপাত্র হলেন প্যাসকেল শেলুটেট। তিনি এ বিষয়ে বলেছেন, মাংসাশী প্রাণীর এরূপ আচরণ প্রায়শই দেখা যায় না। সেখানে সিংহীর এরূপ আচরণ অস্বাভাবিক। ওই সিংহীর মাতৃত্ববোধ তার প্রাকৃতিক শিকারি প্রবৃত্তিকে ছাড়িয়ে গেছে। যা সত্যি বিরল ঘটনা।