চাপ বাড়তে চলেছে Airtel,Starlink এর, ভারতে Jio আনতে চলেছে স্যাটেলাইট নির্ভর ইন্টারনেট পরিষেবা

বেশ কিছুদিন ধরে চলছে শোনা যাচ্ছিল স্টারলিংক স্যাটেলাইট ব্রডব্যান্ড নিয়ে আসতে চলেছে। যদিও পরিষেবা এখনো শুরু হয়নি। তবে এবার মুকেশ আম্বানিও পিছিয়ে বসে নেই। তিনি এবার স্টারলিংক এবং ওয়ানওয়েবের মত সংস্থার সাথে প্রতিদ্বন্দিতা শুরু করেছেন। তিনিও স্যাটেলাইট নির্ভর ব্রডব্যান্ডের লাইসেন্স আবেদন করেছে। যদি স্যাটেলাইট ভিত্তিক গ্লোবাল মোবাইল পার্সোনাল কমিউনিকেশন লাইসেন্স মুকেশ আম্বানি পেয়ে যান। তাহলে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য খুবই ভালো খবর আসতে চলেছে।

জিও সংস্থার তরফ থেকে জানানো হয়েছে , এই ব্রডব্যান্ডের নাম হবে JSCL. তবে এর প্রতিদ্বন্দ্বী থাকবে বাজারে বড় বড় ব্রডব্যান্ড সংস্থা। তার মধ্যে রয়েছে স্টারলিঙ্ক, ওয়ানওয়েব, প্রোজেক্ট কাইপরের মতো বড় বড় সংস্থা। যদিও জেএসসিএলের পরিষেবা সমস্ত সংস্থার থেকে আলাদা হবে, শোনা যাচ্ছে। এখন JSCL এর শুধু অপেক্ষা GMPCSর লাইসেন্সের।

JSCL মূলত সেলুলার ব্যাকবহল পরিষেবা দিয়ে থাকবে। এই পরিষেবার সুবিধা প্রদান করে থাকবে প্রান্তিক এবং বিচ্ছিন্ন এলাকাতে। এরম পরিষেবা এয়ারটেল অধিকৃত ওয়ানওয়েব সংস্থা দিয়ে থাকবে। তারাও GMPCSএর লাইসেন্স আবেদন করতে দিয়েছে। যদিও লাইসেন্স পাওয়া কবে যাবে , সে ব্যাপারে কোন খবরই নেই।

নতুন বছরে এপ্রিল মাসে Starlinkএর ব্রডব্যান্ডএর পরিষেবা দেওয়ার কথা থাকলেও তা এখন পিছিয়ে গেছে। কারণ ভারত সংস্থার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় ভার্গবকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই চলতি বছরে Starlink ব্রডব্যান্ডের পরিষেবা কবে থেকে শুরু হবে তার কোন নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।