আবার আসতে চলছে বাচ্চাদের প্রিয় শো ‘দেশী সুপারহিরো’, বক্স অফিস না ওটিটি প্ল্যাটফর্ম

একসময়ে ছোটদের পছন্দের টেলিভিশন শো ছিল ‘শক্তিমান’। বাচ্চারা বেশ পছন্দ করত ‘শক্তিমানকে’। সারা সপ্তাহে স্কুলের পর রবিবার দিনটি বাচ্চাদের জন্য এমনি আনন্দের দিন হয়। কারণ ওই দিনটি তাদের ছুটি থাকে। রবিবার দিনটিতেই তাদের প্রিয় শো ‘শক্তিমান’ হত। বাচ্চা থেকে বড় সবাই বসে যেত টিভির সামনে। শোটি হত ভারতের সবচেয়ে পুরনো চ্যানেল দূরদর্শনে।

সুপারহিরো শক্তিমান ১৯৯৭ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত টানা ৮ বছর চলেছে। সেসময় দুর্দশন চ্যানেলটি খুবই জনপ্রিয় ছিল। শোটি ডিডি ন্যাশনালে সম্প্রচারিত হত। শোয়ের মূখ্য চরিত্রে থাকত মুকেশ খান্না। পরে এই শোটি পোগোতে ইংরেজিতে হত। এরপরে তরঙ্গ টিভিতে ওড়িয়াতেও হত। এছাড়াও চুট্টি টিভিতেও তামিল ভাষায় হত।

শোতে দেখানো হতো গঙ্গাধর নামক এক ব্যক্তি একটি সংবাদপত্র অফিসে কাজ করতো। মানুষটিকে খুবই সহজ সরল দেখানো হত। কিন্তু সাধারণ মানুষ বিপদে পড়লে তিনি তাঁদের বাঁচাতেন। তখন শক্তিমানের রূপ ধরে শত্রুর সাথে লড়াই করে মানুষকে বাঁচাতেন। তবে আবারও শক্তিমান আসছে।

ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড ও মুকেশ খান্নার ভীমশ ইন্টারন্যাশনাল-র যৌথ উদ্যোগে আসছে ‘দেশি সুপারহিরো’। সোনি পিকচার ‘শক্তিমান’ সিনেমা বানানোর স্বত্ব কিনে নিয়েছে। এই প্রোজেক্ট ট্রিলজির হবে। টুইটার পেজে সোনি পিকচার’স থেকে অফিসিয়াল ভাবে ঘোষণা করেছে। বলিউড A1 লিস্টের সুপারস্টারের করার কথা আছে। এছাড়াও পরিচালনার দায়িত্বে থাকবে জনপ্রিয় পরিচালক। ছবিটি ওটিটি না প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এখনও সিদ্ধান্ত নেননি সোনি পিকচার্সের তরফ থেকে।