কেউ পেয়েছেন ৫০ কোটি তো কেউ পেয়েছেন ২ কোটি টাকা! জানুন পুষ্পা সিনেমাতে কত কোটি টাকা পারিশ্রমিক পেলেন তারকারা

গোটা বিশ্বে করোনা মহামারী, কোভিড -১৯ এর কারণে দীর্ঘদিন যাবত বন্ধ সব পেক্ষাগৃহ। বর্তমানে সিনেমা জগৎ পুরো ধরাশাহী। এই সংকট কে তোয়াক্কা না করে রীতিমতো বক্সঅফিস তোলপাড় “পুষ্পা”(Pushpa) ঝড়ে। দেশ জুড়ে কোটি কোটি টাকা ব্যবসা করে ফেলছে পুষ্পা। সূত্রে খবর, পুষ্পা সিনেমার নির্মাতারাও মোটা টাকা আয় করছেন বিভিন্ন মাধ্যমে।

বিগত সব সিনেমা কে পেছনে ফেলে, সম্প্রতি পুষ্পা সিনেমা প্রায় ৩০০ কোটি টাকা ব্যবসা করেছে দেশ জুড়ে। একনজরে দেখে নেওয়া যাক পুষ্পার তারকারা কে কত টাকা নিয়েছেন পারিশ্রমিক বাবদ।

আল্লু অর্জুন (Allu Arjun):

সোশ্যাল মিডিয়া জুড়ে নেটিজেনদের আলোচনায় শুধুই আল্লুর প্রশংসা। তার এই ফাইটার ফিল্ম পুষ্পার অভিনয়ে মন কেড়েছে কোটি কোটি দর্শকের। দেশ থেকে বিদেশ পুষ্পার ছোঁয়া লেগেছে অনেক তারকার। পুষ্পার সাফল্যের জন্য আল্লুর ভূমিকা অনস্বীকার্য। সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য, পারিশ্রমিক বাবদ আল্লু ‘৫০ কোটি’ টাকা পেয়েছেন বলে জানা যাচ্ছে।

রশ্মিকা মান্দান্না (Rashmika Mamdanna) :

আল্লুর বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণের সুপারস্টার অভিনেত্রী “রশ্মিকা”। তার সুন্দর অভিনয় পুষ্পা ছবিকে আরও বেশি সুপারহিট করতে সাহায্য করেছে। এই ছবিতে অভিনয় করার জন্য তিনি পারিশ্রমিক হিসেবে পেয়েছেন ‘৮-১০’ কোটি টাকা।

সামান্থা (Samantha) :

পুষ্পা সিনেমার আইটেম গার্ল এর ছোট্ট চরিত্রের জন্যও কোটি টাকা খরচ করেছেন নির্মাতারা। সিনেমার আইটেম গানে নাচ করেছেন “সামান্থা”। কেবল মাত্র একটি নাচের জন্য সামান্থা ‘দেড় কোটি’ টাকা পেয়েছেন বলে শোনা যাচ্ছে।

 

ফাহাদ ফাসিল (Fahad Fazil) :

খলনায়কের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন “ফাহাদ ফাসিল”। পুলিশের চরিত্রে অভিনয় করে ভালোই জনপ্রিয় হয়েছেন সিনেমার খলনায়ক। তার এই অভিনয়ের জন্য ‘সাড়ে তিন কোটি’ টাকা পারিশ্রমিক পেয়েছেন বলে জানা যাচ্ছে।

অনুসূয়া ভরদ্বাজ (Anusuya Bharadwaj) :

পুষ্পা সিনেমার অন্যতম একটি চরিত্রে অভিনয় করেছেন “অনুসূয়া ভরদ্বাজ”। খবর অনুযায়ী, ছবিতে চন্দন কাঠ মাফিয়ার ‘স্ত্রীর’ চরিত্রে অভিনয়ের জন্য প্রায় ‘দু’কোটি’ টাকা পারিশ্রমিক পেয়েছেন অনুসূয়া।

দেবী শ্রী প্রসাদ (Devi Sri Prasad) :

পুষ্পা’ গানের জনপ্রিয়তার পেছনে রয়েছেন সুরকার দেবী শ্রী প্রসাদের হাত। যিনি কী না ভূষণ কুমারের টি-সিরিজের সাথে এই ছবির হিন্দি সংস্করণের গানগুলি উপস্থাপন করেছেন। আর এই জন্য পারিশ্রমিক হিসেবে তিনি নিয়েছেন ৩.৫ কোটি টাকা।