ভারতের মুখ উজ্জল করল দক্ষিণী তারকারা, অস্কার পাওয়ার রেসে মনোনীত হলো ২ টি সিনেমা

আন্তর্জাতিক মহলে অস্কারের জন্য মনোনীত হলো ভারত। ভারতের দুটি সিনেমাকে পাঠানো হয়েছে মনোনয়নের লিস্টে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২৭৬টি ছবি নেওয়া হয়ে থাকবে। ওই ছবিগুলো অস্কার পুরস্কার সম্মানে ভূষিত হবে। এ বছর মার্চ মাসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হবে এমন সিদ্ধান্ত নিয়েছে অনুষ্ঠানের কর্তৃপক্ষ। ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির দুটো ছবিও আন্তর্জাতিক মহলের মনোনয়নের লিস্টে স্থান পেয়েছে।

ভারতীয় যে দুটি সিনেমা মনোনীত করা হয়েছে, তার মধ্যে একটি হলো ‘জয় ভীম’ এবং অন্যটি ‘মারাক্কার: লায়ন অফ দ্য অ্যারাবিয়ানস সি’। এই দুটো ছবি দক্ষিণের চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রির। আপনাদের জানাই আছে, ‘জয় ভীম’ ছবিটি হলো তামিল ভাষায় মুক্তি পেয়েছিল এবং ‘মারাক্কার’ ছবিটি মালায়লাম ভাষায় মুক্তি পেয়েছিল।

শেষ পর্যায়ের মনোনয়নের লিস্ট বানানো শুরু হয়ে গিয়েছে ২৭শে জানুয়ারি থেকে। ফাইনাল নমিনেশনের তালিকা প্রকাশের তারিখ হল ৮ তারিখ, ফেব্রুয়ারি মাসের। অনুষ্ঠানটি আয়োজন করা হবে ২৭শে মার্চ। আন্তর্জাতিক মহলের ৯৪তম অস্কার অনুষ্ঠান আয়োজন হতে চলেছে। সারা বিশ্ব থেকে ২৭৬টি ছবিকে শর্টলিস্টেড করা হয়েছে। যার মধ্যে দেশের দুটি ছবি এসেছে।

তামিল ছবি ‘জয় ভীম’ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল। ছবিটি মুক্তি পেয়েছিল অ্যামাজন প্রাইমে। এই ছবিতে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার অভিনেতা সূরিয়া। ছবিটি দর্শকদের হৃদয় ছুঁয়ে নিয়েছিল। অন্যদিকে মালায়ালাম ছবি ‘মারাক্কার’ ব্যাপক হারে চলেছিল। ছবিতে অভিনয় করেছিলেন মোহনলাল। ছবিটি তৈরি হয়েছিল কালিকট উপকূলে পর্তুগিজ ব্যবসায়ীদের আক্রমণের ইতিহাসের উপর ভিত্তি করে।