শুধু ‘পুষ্পা’য় নয় আগে বাহুবলির জন্যও প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল একাধিক বলিউড তারকা, যার পর আয় দেয়ে ঠুকেছেন মাথা

‎২০১৫ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল দক্ষিণী ছবি ‘বাহুবলি’। এই ছবিটি পুষ্পা ছবির মতোই রমরমিয়ে বক্সঅফিসে চলেছিল। ছবিটি থেকে কম করেও হলে ৩৬০০ কোটি টাকা আয় হয়েছিল। সেই সময়েও বলিউডের ছবিগুলোকে হারিয়ে দিয়েছিল বাহুবলির দুটো পার্ট। ছবিটি শুধুমাত্র তামিল ভাষায় মুক্তি পায়নি, তারসাথে হিন্দি, তেলেগু, মালায়ালাম এবং কন্নড় ভাষাতেও মুক্তি পেয়েছিল। ছবির প্রধান চরিত্রে ছিল জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার সহশিল্পী হিসেবে কাজ করেছে অনুষ্কা শেট্টি। এছাড়াও বাকি চরিত্র গুলির মধ্যে কাটাপ্পা চরিত্রটি দর্শকদের খুবই ভালো লেগেছে। এই সব তারকাদের অভিনয়ের আগেও এই ছবির জন্য অন্যান্য তারকাদের প্রস্তাব দেওয়া হয়েছিল। তাঁরা প্রত্যেকেই এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন, পরে ছবির সাফল্য দেখেই তাঁরাই আফসোস করেছেন, দেখে নিন কারা কারা আছেন।

‏শ্রীদেবী –

বাহুবলী ছবিতে বাহুবলির মা হিসেবে দেখা দিয়েছে অভিনেত্রী র‍্যামা কৃষ্ণানকে। তবে এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল শ্রীদেবীকে। কিন্তু তিনি এই চরিত্রের জন্য ব্যাপক হারে পারিশ্রমিক চেয়েছিলেন। যেটা পরিচালকের পক্ষে দেওয়া সম্ভব ছিল না।

হৃত্বিক রোশন –

বাহুবলি ছবির প্রধান চরিত্রে জন্য পরিচালক প্রথমে হৃত্বিক রোশনকে পছন্দ করেছিলেন। কিন্তু অভিনেতা ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর দক্ষিণী অভিনেতা প্রভাসকে দিয়ে বাহুবলির চরিত্রটি করানো হয়।

সঞ্জয় দত্ত –

বাহুবলি ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো কাটাপ্পা। এই চরিত্রের জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়েছিল সঞ্জয় দত্তকে। কিন্তু তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি। পরে এই চরিত্রটি অভিনয় করেছিলেন দক্ষিণী অভিনেতা সত্যরাজ।

সোনাম কাপুর –

বাহুবলী ছবিতে অবন্তিকার চরিত্রের জন্য প্রথমে পরিচালক প্রস্তাব দিয়েছিলেন অভিনেতা সোনাম কাপুরকে। কিন্তু সোনাম কাপুরের এই চরিত্রটি তেমন পছন্দের ছিল না। তাই তিনি প্রস্তাবটি গ্রহণ করেননি। এই চরিত্রের জন্য পরিচালক এরপরে তামান্না ভাটিয়াকে নিয়েছিলেন।

নয়নতারা –

বাহুবলি ছবিতে দেবসেনার চরিত্রে প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল অভিনেত্রী নয়নতারাকে। তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলে অভিনেত্রী অনুষ্কাকে দিয়ে করানো হয়।