ATM থেকে টাকা তোলার আগে সাবধান! ১ জানুয়ারি থেকে পরিবর্তন হচ্ছে এই তিনটি নিয়ম

নতুন বছর এসে গেল। রাত পেরোলেই ২০২২ সাল শুরু হয়ে যাবে। এবার RBI তরফ থেকে ২০২২ সালের ১ই জানুয়ারি থেকে ব্যাংকের গ্রাহকদের জন্য তিনটি নতুন নিয়ম কার্যকারী করেছে। এই নিয়মগুলির মধ্যে রয়েছে এটিএম উত্তোলন, ব্যাংক লকার এবং ইপিএফ। আসুন বিস্তারিত জেনে নিন, যাতে আপনি ব্যাংকে গেলে কোন সমস্যার সম্মুখীন হতে না হয়।

ATM প্রত্যাহার চার্জ
এবছরের জুন মাসের ১০ তারিখ RBI তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়েছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ১ই জানুয়ারি ২০২২ সাল থেকে প্রতিমাসে এটিএমে যত টাকা তোলা হবে, মাসের শেষে ২০ টাকা যেটা চার্জ করা হত, তার বদলে ২১ টাকা চার্জ করা হবে। যদি গ্রাহকরা নিজের ব্যাংকের এটিএম থেকে টাকা তোলেন, তাহলে তারা ৫ বার টাকা উত্তোলনের বিনামূল্যে তুলতে পারবে। এরজন্য কোন চার্জ দিতে হবেনা। আর গ্রাহক যদি অন্য ব্যাংকের ক্ষেত্রে ৩ বার টাকা তোলার ক্ষেত্রে ছাড় পাবে।

ব্যাংকের লকারের নিয়ম পরিবর্তন –
RBI বিজ্ঞপ্তি অনুসারে ২০২২ এর প্রথম দিন থেকে ব্যাংকের লকারের অতিরিক্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছে RBI. আসলে বিভিন্ন ব্যাংকে চুরি বা জাল জুয়াচুরির পরিমাণ বেড়েছে, এর ফলে ব্যাংকগুলিকে বিভিন্ন ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই কারণে এবার থেকে ব্যাংকের লকারের পাহারা ১০০ গুণ বেশি করা হবে।

EPF অবদান
EPFএর পুরো অর্থ হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। এখানে যে সব গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে তাদের আধার নাম্বারের সাথে অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে। নাহলে কোন সুবিধাই পাওয়া যাবে না। ভবিষ্য তহবিল নিয়ন্ত্রক নিয়োগকর্তাদের EPF অ্যাকাউন্টধারীদের UAN দিয়ে আধার যাচাই করতেই হবে ৩১ শে ডিসেম্বর ২০২১এর মধ্যে।