না আছে বাংলো, না লাক্সারি গাড়ি- কোটিপতি হয়েও সাধারণ জীবন কাটান রতন টাটার ভাই

ভারতীয় শিল্পপতি রতন টাটাকে কে না চেনে? তিনি তাঁর ক্যারিয়ার জীবনে ২১ বছরে ৬ টি মহাদেশে এবং ১০০ টি দেশে তাঁর টাটা গ্রূপের কোম্পানি ছড়িয়ে দিয়েছেন। তবে এই মানুষটি তাঁর আয়ের বেশ কিছু অংশ গরিব মানুষদের দিয়ে দেন। তাঁর জন্য আজ দেশে অনেক পথ শিশু এবং অনেক অনাথ আশ্রমের খাবার জুটছে। এই মানুষটি মনের দিক থেকে অত্যন্ত ভালো। কোন মানুষের প্রতিভা তাঁর চোখে পড়লে তিনি সঙ্গে সঙ্গে তিনি সেটা সবাইকে জানাতে ভোলেন না।

এই মানুষটির বাবা ছোটবেলায় তাঁকে, তাঁর ভাইকে এবং তাঁর মাকে ছেড়ে দিয়ে অন্যত্র বিয়ে করেন। তখন তাঁদের দিদা তাঁদের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছিলেন। তিনি বড় হয়ে টাটা গ্রুপের দায়িত্ব নেন এবং পুরো বিশ্বে সেটা ছড়িয়ে দেন। আজ এশিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে তাঁরও নাম আছে। কিন্তু টাটা গ্রুপের শেয়ার হোল্ডারে তার ভাইয়েরও নাম আছে। তাঁর ভাই জিমি টাটাও তাঁর মতন মাটির মানুষ। আসুন রতন টাটার ভাইয়ের সম্বন্ধে কিছু জেনে নিন।

রতন টাটার ভাইয়ের নাম জিমি টাটা। তিনি টাটা পরিবারে কনিষ্ঠ সন্তান। তিনিও টাটা গ্রূপের অংশীদার। তিনি টাটা গ্রূপের কয়েক কোটি সম্পতির মালিক। তবে তিনি অত্যন্ত সাধারণ জীবন যাপন করেন। সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইট করে জিমি টাটার ব্যাপারে তুলে ধরেছেন। সেটি অত্যন্ত ভাইরাল হয়েছে।

তিনি টুইটে লিখেছেন, জিমি সাধারণ মধ্যবিত্ত মানুষের মতো মুম্বাইয়ের কোলাবায়ে সাধারণ ২ কামরার ফ্ল্যাটে থাকেন। তাঁর ব্যবসায়ের প্রতি ছোটবেলা থেকে কোন টান ছিল না। তিনি এখনও পর্যন্ত কোন মোবাইল ফোন ব্যবহার করেন না। তবে খেলাধুলার প্রতি বেশ আগ্রহ ছোটোবেলা থেকেই রয়েছে। জিমি প্রতিবার তাঁকে খেলায় হারিয়ে দিতেন। স্কোয়াশ খেলোয়াড় ছিলেন জিমি।