ভিডিও: রিলিজ হলো পুনীত রাজকুমারের শেষ ছবির ট্রেলার, আবেগপ্রবণ হলেন অভিনেতার ভক্তরা

দক্ষিণী অভিনেতা পুনীত রাজকুমারের মৃত্যুটা সবার জন্যই শোকের। খুবই কম বয়সে অভিনেতা মারা যান। যা অবিশ্বাস্য ব্যাপার। তিনি মাত্র ৪৬ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। এরপর তিনি মারা যান। তিনি দক্ষিণ ভারতের প্রচুর ভালো ভালো ছবিতে কাজ করেছেন। তার মধ্যে অনেক ছবি সুপারহিটও ছিল। সাফল্যের চূড়ায় তিনি পৌঁছেছিলেন। কিন্তু তিনি আজ আর নেই। চিরতরে পৃথিবী থেকে হারিয়ে গেলেন। রয়ে গেল তাঁর করা ছবিগুলো স্মৃতি হিসেবে।

 

প্রয়াত অভিনেতা পুনীত রাজকুমারের (Puneeth Rajkumar) শেষ ছবি ছিল ‘জেমস’। তিনি হটাৎ মারা যাবার পর শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। তবে তাঁর আসন্ন জন্মদিনে পরিচালকরা ছবিটি মুক্তি দেওয়ার কথা সিদ্ধান্ত নিয়েছে। ছবিটি মুক্তি পাবে ১৭ ই মার্চ। ছবিটির ট্রেলার ইতিমধ্যে মুক্তি পেয়েছে। ট্রেলার মুক্তি পাওয়ার পরই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। বলাই বাহুল্য ছবিটি সুপারহিট হতে চলেছে। ট্রেলারটিতে দেখানো হয়েছে দেশ ভক্তি, তেমনি রয়েছে অ্যাকশন। ছবিটি প্রধানত বাণিজ্যিক ছবি।

ট্রেলারে দেখানো হয়েছে, পুনীতের পাওয়ার ফুল চরিত্র। ছবিতে তাঁর নাম দেওয়া হয়েছে সন্তোষ। ছবিটিতে আন্ডার ওয়াল্ডের কাহিনী জড়িত। জেমস হলো নিরাপত্তা সংস্থা। সন্তোষ ছিল এই সংস্থার অফিসার। তিনি এক মাফিয়ার ভয়ানক রকেট ধ্বংস করার স্কোয়ার্ড খুঁজছিলেন। কিন্তু হটাৎ সন্তোষ ডাক মার্কেটের সাথে যুক্ত হয়ে পড়ে। এরপর অপরাধের সিন্ডিকেটে জড়িয়ে পড়েন। ট্রেলারের একটি উক্তি যা মানুষের হৃদয় ছুঁয়ে নেবে, সেটি হল ‘আবেগ ব্যবসার থেকে বড়।’

ট্রেলার মুক্তি পাওয়ার দু’ঘণ্টার মধ্যে টিকিট বুক হয়ে গেছে প্রায় ৫০ হাজারের মতো। আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন কর্নাটকের সমস্ত ডিস্ট্রিবিউটররা, যে ছবি মুক্তির পরে এক সপ্তাহ অন্য কোন ছবি প্রেক্ষাগৃহে চলবে না শুধুমাত্র ‘জেমস’ ছাড়া। এর পরেও তারা আরও একটি সিদ্ধান্ত নিয়েছে, পুনীতের গরীব অনুরাগীদের বিনামূল্যে টিকিট দেওয়া হবে। এই ভাবেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি সম্মান জানাবে পুনীত রাজকুমারকে। তাছাড়াও অভিনেতা একজন খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি অন্নহীন মানুষদের খাবার জুগাতেন।