পুনীত রাজকুমারকে দেওয়া হচ্ছে অভিনব সন্মান, উনার শেষ সিনেমার সময় রিলিজ হবে না অন্য কোনো সিনেমা

কন্নড় ইন্ডাস্ট্রিতে সুপারস্টার প্রয়াত অভিনেতা পুনীত রাজকুমারের ছবি আসতে চলেছে। ছবিটির নাম হল ‘জেমস’। ধনসু অ্যাকশন এন্টারটেনারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। পুনীত রাজকুমারের জন্মদিনের দিন অর্থাৎ ১৭ই মার্চ ২০২২এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। তাঁর সম্মানে কর্নাটকের সমস্ত ফিল্ম ডিস্ট্রিবিউটররা এই ছবিটির মুক্তির সময় একটি দুর্দান্ত শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পরিকল্পনা করেছেন।

পুনীত রাজকুমার স্টার অভিনেতা ছিলেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তাঁর শেষ ছবি ‘জেমস’ প্রায় প্রস্তুত। অনেক রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে, ‘জেমসে’ পুনীতের অংশের কিছুটা ডাবিং বাকি আছে। তবে শীঘ্রই বাকি সব কাজ সম্পূর্ণ হবে এবং তাঁর জন্মদিনের দিন ছবিটি মুক্তি পাবে। যদিও এটাও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এখনো করা হয়নি। তবে ছবিটির মাধ্যমে অভিনেতাকে স্মরণীয় ভাবে বিদায় জানানোর জন্য সর্বোপরি সেই পরিকল্পনা করা হচ্ছে।

কর্নাটকের ফিল্ম ডিস্ট্রিবিউটর সিদ্ধান্ত নিয়েছেন যে, ‘জেমস’ মুক্তির এক সপ্তাহ পরে তাঁরা কোনো ছবি মুক্তি দেবেন না। অর্থাৎ ১৭ই মার্চ থেকে ২৩শে মার্চ পর্যন্ত। শুধুমাত্র ‘জেমস’ কর্নাটকের প্রেক্ষাগৃহে চলবে কোন প্রতিযোগিতা ছাড়াই। ফিল্ম রিলিজ চেইনে ডিস্ট্রিবিউটরদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডিস্ট্রিবিউটার বলতে যাদের বোঝানো হয়েছে, তাঁরা হলেন যারা প্রযোজকের কাছ থেকে ছবিটি নিয়ে, প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন। সিনেমা টিকিট একটি বড় অংশ ডিস্ট্রিবিউটর এবং ও প্রদশর্কদের মধ্যে ভাগ করা হবে।

ছবির নির্মাতারা ২৬ শে জানুয়ারি সোশ্যাল মিডিয়ায় পুনীতের একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছেন। এই ছবিটি পরিচালনা করেছেন চেতন কুমার। ছবিটিতে দেখা যাবে প্রিয়া আনন্দ, মেকার শ্রীকান্ত এবং অনু প্রভাকর মুখার্জির মতো অভিনেতারা। ছবির নির্মাতারা তাঁর দুই ভাইকে একসঙ্গে অতিথির চরিত্রে কাস্ট করেছেন। এই প্রথম তাঁর দুই ভাই রাঘবেন্দ্র রাজকুমার এবং শিব রাজকুমারকেও ছবিতে দেখা যাবে। পুনীত রাজকুমার ২৯শে অক্টোবর, ২০২১সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। তখন তার বর্তমান বয়স ছিল ৪৬ বছর। তিনি তাঁর কর্মজীবন শুরু করেছিলেন, শিশুশিল্পী হিসেবে। তাঁকে কন্নড় চলচ্চিত্রে কিংবদন্তী হিসাবে বিবেচনা করা হয়ে থাকে।