লকডাউন চলাকালীন মাত্র ১৫ বছর বয়সে বালক শিখেছে LED Light বানানো, চারজনকে দিয়েছে রোজগার

প্রতিভার জন্য কোন বয়সের প্রয়োজন হয়না। শুধু দরকার হয় দক্ষতা এবং চেষ্টা। তার সাথে কাজ করার জন্য দরকার হয় দৃঢ প্রতিজ্ঞার। গত দু’বছরে কোভিড-১৯ পরিস্থিতিতে মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। বিশেষ করে শ্রমিকদের আর্থিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তার মধ্যে পরিযায়ী শ্রমিকদের অবস্থাতো দুর্বিষহ। ঠিক এরমি সময়ে মাত্র ১৫ বছর বয়সী ছেলে, একটি স্টার্ট আপ শুরু করেছে। যা কোভিড পরিস্থিতির সময় অনেক মানুষকে আর্থিকভাবে সাহায্য করেছে। আসুন বিস্তারিত জেনে নিন।

ছেলেটির নাম অমর প্রজাপতি। তাঁর বয়স মাত্র ১৫ বছর বয়স। অমর নবম শ্রেণীতে পড়াশোনা করেন। কোভিড পরিস্থিতি মহামারীর সময় তিনি LED বাল্বের ব্যবস্থা শুরু করেছিলেন। এরফলে শ্রমিকদের অনেক আর্থিক সাহায্য হয়েছিল।

অমর জানিয়েছেন, “গত দুবছরের কোভিড-১৯ মহামারীর পরিস্থিতিতে লকডাউন জারি ছিল বিক্ষিপ্ত সময় ধরে। হাজার হাজার মানুষ অন্য রাজ্য থেকে নিজের রাজ্যে ফেরারও পথ বন্ধ ছিল। কারণ ট্রেন, বাস বা বিমান সব কিছুই বন্ধ ছিল। সব থেকে খারাপ অবস্থা ছিল পরিযায়ী শ্রমিকদের। তাদের আয়ের কোন উৎস ছিল না। তাই তাদের সাহায্যে করার জন্য এই ব্যবসা শুরু করেছিলাম। তাছাড়াও আমি ইলেকট্রনিক্স খুবই পছন্দ করি। তাই এই সম্পর্কিত ব্যবসাই শুরু করি।”

এই ব্যবসা শুরু করার জন্য তাঁর বাবা রমেশ প্রজাপতি তাঁকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করেছিল। তিনি গোরখপুরে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির ক্যাশিয়ার। তিনি তাঁর বন্ধুর বাড়ি তাঁর ছেলে অমরকে পাঠান প্রশিক্ষণ নেওয়ার জন্য। দিল্লি থেকে কাঁচামাল আনিয়ে তিনি তাঁর ছেলের ব্যবসা সম্পূর্ণ প্রস্তুতি করে দিয়েছিল।