বেরিয়ে এলো নীতা আম্বানির ৪৪ লাখ টাকার পানীয় জলের আসল রহস্য

ভারতের ধনপতিদের ইতিহাসে সবার প্রথমে নাম আসে মুকেশ আম্বানির। তিনি এবং তাঁর পরিবার তাঁদের বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়শই খবরের হেডলাইনে থাকেন। মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নিতা আম্বানি তাঁদের নিজস্ব আম্বানি ইন্ডাস্ট্রির সবকিছু তাঁরা নিজেরাই পছন্দ করেন। তাঁদের নিজস্ব ব্যবহারের জন্য কোনো কিছু হোক বা ইন্ডাস্ট্রির জিনিস হোক সেই সবকিছুই অত্যন্ত বিলাসবহুল হয়ে থাকে।

বেশ কিছুদিন আগে নিতা আম্বানি বিশ্বের সর্বাধিক মূল্যের জল পান করেছেন, এরম এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে ছবিটির সত্যতা সম্বন্ধে যাচাই না করেই ভাইরাল করে দেওয়া হয়েছিল। সেই ছবি ইন্সট্রাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়েছিল। ইউটিউবে অনেক ভিডিও হয়ে গিয়েছে এই নিয়ে।

ছবিটিতে নিতা আম্বানি যে জল পান করছেন, সেই জলের নাম হলো অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো বা মদিগ্লিয়ানির। এই জলের ৭৫০ মিলিলিটারের দাম হলো ভারতীয় মুদ্রায় প্রায় ৪৪ লক্ষ টাকা। এটি বিশ্বের সবচেয়ে দামি পানীয়। তবে ভাইরাল হওয়া ছবিটি আদেও সত্য নয়।

জলের ছবিটি ইন্টারনেট থেকে নেওয়া হয়েছিল। এরপর ছবিটি নিতা আম্বানি ছবির সাথে জুড়ে দেওয়া হয়েছিল। আসলে ঘটনাটি হলো, আইপিএল ম্যাচ চলাকালীন নিতা আম্বানি এক মিনারেল ওয়াটার বোতল নিয়ে জল খাচ্ছিলেন। সেই ছবিটিতে টেকনোলজির মাধ্যমে ৪৪ লাখ টাকার বোতলের জল বসানো হয়েছিল। যা বিশ্বের সবচেয়ে দামি পানীয়। পানীয় বোতলটি ২৪ ক্যারোটের সোনা দিয়ে মোড়ানো ছিল। এটি এডিট করা হয় নিতা আম্বানির সাথে।