অভিনেতা দেব আনন্দের কালো কোটের উপর ব্যান লাগিয়েছিল আদালত, কারণ চমকে দেওয়ার মতো

একসময় বলিউডের চিরসবুজ অভিনেতাদের মধ্যে একজন হলে দেব আনন্দ। সালটা ছিল ১৯৫৮, ‘কালাপানি’ ছবির মধ্য দিয়ে তিনি হিন্দি সিনেমায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি একের পর এক সুপারহিট মুভিতে অভিনয় করেন। তিনি সেসময় হিন্দি সিনেমা জগতে সুপারস্টার অভিনেতা ছিলেন। শুধু তাঁর অভিনয় দক্ষতা নয়, তাঁর বডি ফিটনেস এবং স্টাইলের জন্য তাঁর ভক্তরা তাঁকে খুব পছন্দ করত।

সে সময় মেয়েরা তাঁর প্রতি ক্রাশ ছিল। তাঁকে একবার দেখার জন্য মেয়েরা মরিয়া হয়ে উঠত। তিনি যখন সবার সামনে সাদা শার্টের ওপর কালো কোট পড়ে বাইরে যেতেন, তখন তাঁকে দেখার জন্য লাইনের পর লাইন পড়ে যেত। ধীরে ধীরে তাঁর কালো কোটটা বেশ জনপ্রিয় হয়ে উঠলো। তবে জনপ্রিয়তার পরিমাণ এতই বেড়ে গেল সেটা একসময় উন্মাদনায় পরিণত হয়ে গেল।

একটা সময় আদালত তাঁকে কালো কোট পড়তে নিষেধ করে দেয়। যদিও আদালত আর অন্য কোন তারকাকে পোশাকের ব্যাপারে নিষেধ করেননি। কিন্তু তাঁর পোশাকের জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছে যায়, তাঁকে একবার দেখার জন্য মেয়েরা পাগল হয়ে উঠত। দেব আনন্দকে দেখার জন্য মেয়েরা ছাদ থেকে ঝোলার জন্য প্রস্তুত ছিল। তবে জিনিসটা ধীরে ধীরে সিরিয়াসের দিকে মোড় নেয়।

এরপর জনগণের নিরাপত্তার কথা মাথায় রেখে আদালতকে সিদ্ধান্ত নিতে হয়, দেবানন্দ কালো কোট আর কোনোদিন পরবেন না। যদিও তিনি সেটা মেনে নিয়েছিলেন। অভিনেতার একের পর এক অনেক মুভিতে অভিনয় করেছেন। তার শেষ ছবি ছিল ‘চার্জশিট’। তিনি ২০১১ সালের ৪ই ডিসেম্বর লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ৮৮ বছর বয়সে।