কে হবেন রিলায়েন্সের পরবর্তী বস? ইঙ্গিত দিলেন মুকেশ আম্বানি

আগামী সময়ে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ২০০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সাম্রাজ্যের লাগাম থাকবে কার হাতে? এমন প্রশ্নের সম্মুখীন বহুবার হতে হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে। তবে এবার এক পারিবারিক অনুষ্ঠানে এই বিষয়ের বক্তব্য রাখলেন মুকেশ আম্বানি। গত ২৮ শে ডিসেম্বর ধীরুভাই আম্বানির জন্মদিনে মুকেশ আম্বানি বলেন, ‘তরুণ প্রজন্ম বর্তমানে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।

আমাদের উচিত নতুন প্রজন্মকে এগিয়ে দিয়ে তাঁদের গাইড করা। তাঁদের কাজকে উৎসাহ দেওয়া এবং প্রশংসা করা। রিলায়েন্স কিন্তু প্রথমে একটি টেক্সটাইল কোম্পানি হিসাবে আত্মপ্রকাশ কেছিল। পরবর্তীতে তা তেল থেকে রাসায়নিক কোম্পানি থেকে শুরু করে খুচরা, টেলিকম, ই-কমার্সের মতো সেক্টরে ছড়িয়ে পড়ে’।

প্রসঙ্গত, সম্পত্তির উইল না করে ২০০২ সালে ধিরুভাই আম্বানির মারা যাওয়ার পর মুকেশ আম্বানি এবং অনিল আম্বানির মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে অনেক সমস্যা দেখা দেয়। ধারণা করা হচ্ছে, সেই সমস্ত খারাপ স্মৃতির কথা মনে করেই, সময় থাকতে নিজের ব্যবসার লাগাম তাঁর সন্তানদের হাতে তুলে দিতে চান মুকেশ আম্বানি।

তবে কিছুদিন আগেই শোনা গিয়েছিল, নিজের সমস্ত সম্পত্তি একটি ট্রাস্টে রূপান্তর করে তার দায়িত্ব সন্তানদের উপর দিতে চান মুকেশ আম্বানি। তবে এদিন তিনি স্পষ্ট করে দেন, তাঁর সমস্ত ব্যবসা সম্পত্তির লাগাম তাঁর সন্তানদের হাতেই দিতে চান তিনি। তবে ঠিক কিভাবে এটা করবেন, সেবিষয়ে এখনও অবশ্য কিছু জানাননি তিনি। তারাই রিলায়েন্সকে আর অনেক উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদী বাবা মুকেশ।

জানিয়ে রাখি, যমজ ভাইবোন ইশা আম্বানি ৩০ বছর বয়সে এবং আকাশ আম্বানি ২৪ বছর বয়সে Reliance Jio Infocomm এবং Reliance Retail Ventures-এর পরিচালনা পর্ষদে যুক্ত হন। পাশাপাশি ইশা ফ্যাশন পোর্টাল আজিও এবং আকাশ আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স পরিচালনা করেন।