এবার থেকে গাড়ির সাথে রাখতে হবে না কাগজপত্র, রাজ্যে চালু হল এই নতুন পরিষেবা

দৈনন্দিন জীবনে যানবাহন এর গুরুত্ব অপরিসীম। বর্তমানে দেশ বা রাজ্যে জনসংখ্যার বৃদ্ধির পাশাপাশি প্রচুর পরিমাণে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি ঘটেছে। যানবাহন বৃদ্ধির জন্যই হয়তো দুর্ঘটনার সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। কখনো ট্রাফিক আইন লঙ্ঘন বা অন্য কোন কারণে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনা এড়াতে পরিবহন ব্যবস্থায় কিছু নতুন আইন (Trafic rules) চালু করল রাজ্য সরকার।

পরিবহন ব্যবস্থার উন্নতির জন্য কেন্দ্রের পথেই হাটছে রাজ্য এমন টাই মনে করা হচ্ছে। সম্প্রীতি রাজ্যে বৃদ্ধি পাওয়া দুর্ঘটনার কথা মাথায় রেখে, সরকারি নিয়ম লঙ্ঘনের জরিমানা বেড়ে গেল এক ধাক্কায় দশ(১০) গুণ বা তার বেশি। এর পাশাপাশি আরও একটি নতুন আইন লাগু করেছে রাজ্য সরকার। নতুন আইনে অনেকটাই উপকার হতে পারে গাড়ি চালকদের।

মোবাইল অ্যাপে সমস্যার সমাধান

মালিক অথবা চালক গাড়ির অরিজিনাল কাগজ- পত্র বহন রাখার হাত থেকে রক্ষা পেতে চলছে এই নতুন নিয়মে। ডি জি লকার (D G locker) এ নিজেদের নথি সংরক্ষন করার পদ্ধতি অনুসরণ করতে পারবেন গাড়ির মালিক বা চালকরা। ডি জি লকার হল একটি মোবাইল অ্যাপ। আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স পেপার যাবতীয় তথ্য সংরক্ষণ করে রাখা যাবে এই অ্যাপে।

রাস্তার যে কোনো স্থানে ট্রাফিক পুলিশ চেকিংয়ে এই অ্যাপে সংরক্ষিত তথ্য দেখালে আর অরিজিনাল কাগজ/নথি দেখাতে হবে না মালিক বা চালকদের। গত বৃহস্পতিবার এমন টাই ঘোষণা করা হল কলকাতা পুলিশের পক্ষ থেকে। যে কোন সময় যে কোন জায়গায় ব্যবহার করা যাবে এই ডি জি লকার। তবে এই ডি জি লকার ব্যবহারের ক্ষেত্রে আধার নাম্বার অবশ্যই বাধ্যতামূলক।

সরকারি নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা স্বরূপ নতুন ধার্য মূল্য প্রায় কয়েক গুন বেড়ে গেল। নতুন নিয়মে, পলিউশন সার্টিফিকেট এর জন্য ১০০০০ টাকা, ড্রাইভিং লাইন্স- এর জন্য ৫০০০ টাকা, ও হেলমেট বিহীন চালকের জন্য ১০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য করলো রাজ্য সরকার। এর বাইরেও অন্যানো কিছু ক্ষেত্রে জরিমানা প্রায় ১০ গুন বৃদ্ধি করা হয়েছে।