ব্যক্তিগত জীবনের সমস্যার জেরে অভিনয় জগৎ থেকে অল্প বয়সেই সরে দাঁড়ালেন অভিনেত্রী মিশমি দাস

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’তে ভিলেনের চরিত্রে দেখা যায় রিনিকে। তাঁর একের পর এক শয়তানি দর্শকদের কাছে, তাঁর প্রতি নেগেটিভ মনোভাব সৃষ্টি হয়েছে। তিনি সবসময় চায় যাতে টুকাই দাকে কাছে পাওয়া যায়। তবে যাই হোক সবই তো ধারাবাহিকের গল্প। তবে শোনা যাচ্ছে এই অভিনেত্রী অভিনয় জগত থেকে।

রিনির ভালো নাম মিশমী দাস। তিনি বাংলা ধারাবাহিক ‘এই পথ যদি শেষ হয়’ অভিনয় করছেন, তেমনি হিন্দি ধারাবাহিক ‘রিসতো কা মানঝা’তে অভিনয় করছেন। একসাথে তিনি দুটো ধারাবাহিকে অভিনয় করেছেন। কিন্তু তিনি হঠাৎই অভিনয় জগত থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, তিনি এখন ভালো নেই। তাই তিনি নতুন করে নিজেকে খুঁজতে চান। নিজের জন্য একটু সময় চান। অভিনয় করতে করতে তিনি ক্লান্ত হয়ে উঠেছেন।

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি লিখেছিলেন, ‘অভিনয় জগত আমাকে অনেক কিছু দিয়েছে। আমি গর্বের সাথে এটা বলতে পারি, নিজের প্রচেষ্টায় এবং পরিশ্রমের দ্বারাই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। এই শহরের অনেক মানুষই আজ আমাকে চিনেছে। করোনা পরিস্থিতিতে যেখানে সবারই জীবনে কাজ এবং কেরিয়ার অনিশ্চিত ছিল। সেখানে আমি খুবই সৌভাগ্যবান, আমি ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘রিসতো কা মানঝা’ দুটি টিমের সাথে কাজ করেছি।

‘তবে গত কয়েক মাস আমার জন্য খুব কঠিন ছিল। কারণ দুটি মেগা একসাথে কাজ করা সহজ ছিল না। তবে অতিমারির সময়ে আমাকে শিখিয়েছে, কোন কোন সময় বিরতি নেওয়াটা দরকার প্রয়োজন। নিজের উপর ফোকাস রাখা, নিজেকে নতুন করে খোজার জন্য। আগামী তে কি হবে আমি জানি না। তবে আমি নিজের জীবন নতুন করে শুরু করতে চাই। সকলকে ধন্যবাদ জানাতে চাই, আমি খুবই বিনম্র ভাবে এই টুকু সময় গোপনীয়তা পার্থনা করছি।’ আসলে তিনি আগামী বছরের শেষে গোয়াতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তিনি রেস্ট না নিয়ে আবার ধারাবাহিকে ফেরেন। এর কারণেই তাঁর বেশ কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ হয়েছে। শোনা যাচ্ছে তিনি কলকাতা ছেড়ে দূরে কোথাও গিয়ে সময় কাটাবেন।