বাড়তে চলেছে আমজনতার খরচের পরিমাণ! ১ জানুয়ারি থেকে লাগু ৪ টি নতুন নিয়ম

করোনা আবহের মধ্যেই শুরু হল নতুন বছর। বর্ষশেষের কিছু মাস সংক্রমণের মাত্রা নিম্নগামী থাকলেও, ফের বাড়তে শুরু করেছে সংক্রমণের মাত্রা। এরই মাঝে আবার নতুন আতঙ্ক ওমিক্রন। আবারও করোনা বিধি জোরদার করা হচ্ছে কিছু কিছু এলাকায়। তবে এসবের মধ্যে নতুন বছর চলে এলেও, এই নতুন বছর আপনাকে একদিকে যেমন অনেক আনন্দ দেবে, তেমনই অন্যদিকে অনেক কিছু শিক্ষাও দেবে।

যার প্রভাব আপনার জীবনে অনেক সময় খুব ভারীও পড়তে পারে। তাই নতুন বছরের শুরুতেই বিশেষ কিছু বিষয় জেনে রাখুন, যা পরবর্তীতে আপনার অনেক কাজে দেবে। জানিয়ে রাখি, এবার থেকে ট্যাক্সের পরিমাণ ৫ শতাংশ থেকে ১২ শতাংশে পৌঁছে গেছে। অর্থাৎ আগে যে ট্যাক্সের পরিমাণ ছিল ৫ শতাংশ, এই নতুন বছর থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশ।

অর্থাৎ, এবার থেকে জামা-জুতো যাই কিনবেন না কেন, সবকিছুতেই বেশি পরিমাণে কর দিয়ে কিনতে হবে আপনাকে। এটিএমের ক্ষেত্রে আগে ৫ বার লেনদেনের পরে চার্জ নেওয়া হত। কিন্তু এই বছর থেকে এই চার্জের পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে। এবার আসুন ব্যাঙ্কের বিষয়ে কিছু নতুন নিয়ম জেনে নিন। যেখানে কোন ব্যক্তি ব্যক্তি যদি মাসে ১০ হাজার টাকা ব্যাঙ্কে জমা করেন, তাহলে কোন সমস্যা নেই।

তবে যদি ১০ হাজার টাকার বেশি জমা করতে যান, তাহলে তাঁকে আলাদা করে অর্থ জমা করতে হবে।
এটা তো গেল জমা করার বিষয়ে। আর যদি অর্থ তুলতে চান, সেক্ষেত্রে ২৫ হাজার টাকা অবধি কোন সমস্যা নেই। তার বেশি তুলত গেলেই 0.50 চার্জ দিতে হবে ব্যক্তিকে। এই বিষয়টা না জানা থাকলে, সমস্যায় পড়তে হতে পারে ব্যাঙ্কে গিয়ে। আর একটি বিষয় হল, যদি কেউ জিএসটি ফাঁকি দিয়ে থাকেন, এই নতুন বছরে তাঁদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। জিএসটি ফাঁকি দিলে এবং তা কর্মকর্তাদের নজরে এসে গেলেই, সেই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।