ল্যাবে মহামানবের সেনা তৈরি করছে চীন, ফাঁস চাঞ্চল্যকর রিপোর্ট

বিজ্ঞানীরা সর্বদাই নানা ধরনের কিছু আবিস্কারের কাজে ব্রতী রয়েছেন। নতুন কিছু আবিস্কারের চেষ্টায় তাঁরা দিন রাত এক করে কাজ করে চলেছেন। এরই মধ্যে জানা গিয়েছে, একদল চীনা বিজ্ঞানি এমন এক আবিস্কার করার চেষ্টা করছিলেন, যাতে করে বাস্তব জীবনের ‘HUMANZEE’ তৈরি করা যায়। অবাক লাগছে শুনতে! বেশকিছু দিন ধরেই বিজ্ঞানিরা ‘সংকরায়ন’ পদ্ধতির মাধ্যেম হাইব্রিড তৈরির জন্য নানারকম পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন।

 

কিন্তু এসবের মধ্যে ‘দ্য সান’-র প্রতিবেদন থেকে জানা গিয়েছে, একদল চীনা বিজ্ঞানী পরীক্ষার জন্য একটি মহিলা শিম্পাঞ্জির শরীরে মানুষের শুক্রাণু স্থাপন করেছিল। যাতে করে সেই গর্ভবতী শিম্পাঞ্জির শরীর থেকে ‘HUMANZEE’ তৈরি করা যায়। কিন্তু এই কাজ বহু আগে শুরু করলেও, ১৯৬০-এর দশকে চীনে সাংস্কৃতিক বিপ্লবের কারণে প্রকল্প বন্ধ হয়ে যাওয়ায় ৩ মাসের গর্ভবতী অবস্থায় মারা যায় মহিলা শিম্পাঞ্জিটি।

এবিষয়ে সেই প্রকল্পের সঙ্গে জড়িত এক বিজ্ঞানী ডাঃ জি ইয়ংজিয়াং জানিয়েছিলেন, ‘আমাদের লক্ষ্য ছিল এমন একটি প্রাণী তৈরি করতে হবে, যার মধ্যে শিম্পাঞ্জির মতো শক্তি থাকবে এবং যে কথাও বলতে পারবে। আর যে প্রাণীকে মহাকাশ, খনির কাজ, ভারী কৃষি কাজ এবং সমুদ্রের গভীরতম স্থানে অনুসন্ধানের কাজে ব্যবহার করা যাবে’।

 

‘দ্য সান’ থেকে আরও জানা গিয়েছে, হাইব্রিডাইজেশন প্রকল্পের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে একটি ‘HUMANZEE’কে জন্ম দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু তাঁকে বেশি দিন বাঁচিয়ে রাখা হয়নি। ল্যাব কর্মীরাই তাঁকে হত্যা করে দিয়েছিল। প্রসঙ্গত, আমেরিকার ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল স্টাডিজের অধ্যাপক জুয়ান কার্লোস ইজপিসুয়া বেলমন্টের নেতৃত্বে এক বিজ্ঞানীদের দল ২০১৯ সালে একটি ‘সংকরায়ন’ পদ্ধতিতে সফল হয়েছিলেন। যার ফলে মানুষ এবং বানরের একটি হাইব্রিড তৈরি করা সম্ভব হয়েছিল। শুধু তাই নয়, সেই হাইব্রিড প্রাণীটি মাত্র ১৯ দিন বেঁচে ছিল।