ভুলে যান দৈনিক ডাটা শেষ হবার চিন্তা! এবার থেকে Jio,Vi, Airtel এর ডাটা ভাউচার প্যাকে মিলবে একাধিক সুবিধা

গত ২ বছরে করোনা পরিস্থিতিতে মানুষ তথ্য প্রযুক্তির উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। বর্তমানে নতুন বছর শুরু হতে না হতেই ফের লকডাউন জারি হয়ে গিয়েছে। সরকার বার বার ঘোষণা করেছে Work From Home করতে। কিন্তু Work From Home করতে গেলে ল্যাপটপ বা স্মার্টফোনের মাধ্যমে করা সম্ভব। যার জন্য দ্রুত ইন্টারনেট পরিষেবার প্রয়োজন।

তবে সমস্যার শেষ নেই , বাড়িতে কাজ করতে করতে ৯০ শতাংশ ডেটা প্যাক শেষ, এরম ম্যাসেজ দেখে অনেকের মেজাজ বিগড়ে যায়। অথচ তাঁর কাজটি হয়তো শেষ হয়নি। ১.৫ জিবি হোক বা ২ জিবি হোক অথবা ৩ জিবি হোক কাজ করতে করতে কখন যে শেষ হয়ে যায়, তা বোঝায় মুশকিল। এই কারণে দেশের বড় বড় প্রাইভেট টেলিকম সংস্থা তাদের কিছু ডেটা ভাউচার চালু রেখেছে।

Jioএর ক্ষেত্রে ডেটা ভাউচার:
এই কোম্পানি ব্যবহারকারী গ্রাহকদের জন্য বেশ কিছু লাভজনক ডেটা ভাউচার রয়েছে। প্রথমেই রয়েছে ১৫ টাকার ডেটা ভাউচার। এতে ১ জিবি ডেটা দেওয়া থাকে। এরপর রয়েছে ২৫ টাকায়, এতে ২ জিবি ডেটা দেওয়া থাকে। এরপর রয়েছে ৬১ টাকায় ৬ জিবি ডেটা দেওয়া থাকে। এরপরে রয়েছে ১২১ টাকায় ডেটা ভাউচার রয়েছে এতে ১২ জিবি ডেটা দেওয়া রয়েছে।

Vodafone-Idea ক্ষেত্রে ডেটা ভাউচার :
এই সংস্থার গ্রাহকদের জন্য কিছু ভাউচার হলো ১৯ টাকার ডেটা ভাউচারে ১ জিবি ডেটা দেওয়া থাকে।
এই প্ল্যানের বৈধতা ২৪ ঘন্টার জন্য। এরপরে রয়েছে ৪৮ টাকার ভাউচার। এক্ষেত্রে ২ জিবি ডেটা পাওয়া যাবে ২১ দিনের জন্য। Airtelএর ক্ষেত্রে ডেটা ভাউচার:
৫৮ টাকায় ৩ জিবি ডেটা পাওয়া যায় এবং ১১৮ টাকায় ১২ জিবি ডেটা পাওয়া যায়।