কর্মচারীর কাজে খুশি হলেন মুকেশ আম্বানি, দিলেন ১৫০০ কোটির গিফট

ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানির বিলাসবহুল জাঁকজমক জীবন কারোর কাছে গোপন নয়। শুধু ভারত নয় সমগ্র বিশ্বে তার বিশেষ প্রভাব রয়েছে। এই পরিবারটি সবসময়ই কিছু না কিছু কারণে শিরোনামে থেকেই থাকে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিও এখন ভারতের এক প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়েছে।

বর্তমানে আবার মুকেশ আম্বানি শিরোনামে এসেছেন। এবারে তার শিরোনামে আসার কারণ হচ্ছে – মনোজ মোদি। যিনি মুকেশ আম্বানির ডান হাত। তাকে আমরা মুকেশ আম্বানির চাণক্যও বলতে পারি। আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রির শিখরে যাবার পেছনে তার বিরাট বড়ো একটা অবদান রয়েছে।

সেই কারণে মুকেশ আম্বানি মনোজ মোদির কাজে খুশি হয়ে তাকে এমন একটা উপহার দিয়েছেন যার জন্য তিনি ভারত তথা বিদেশেও অনেক বেশি চর্চিত হচ্ছেন। তিনি মনোজ মোদিকে 22 তলা বিশিষ্ট একটা বাড়ি দিয়েছেন। যেটিতে সমস্ত সুযোগ সুবিধা উপস্থিত রয়েছে।

সূত্র থেকে জানা গেছে এই বাড়িটি তৈরি করতে খরচ হয়েছে 150 কোটি টাকা এবং এই বাড়িটির বর্তমান মূল্য হচ্ছে 1500 কোটি টাকা। এই বাড়িটির নাম হচ্ছে ক্রিস্টেনড বৃন্দাবন। আসলে মনোজ মোদি রিলায়েন্স ইন্ডাস্ট্রির জন্য যা করেছেন তা এই অর্থের চেয়ে অনেক বেশি।

এই বাড়িটির বিশেষত্ব হলো এ বাড়িটির সমস্ত ফার্নিচার ইতালিতে তৈরি। তাহলে অনুমান করাই যাচ্ছে যে বাড়ির আসবাবপত্র ইতালিতে তৈরি সেই বাড়িটি কত সুযোগ সুবিধা যুক্ত হতে পারে। মনোজ মোদিকে দেওয়া এত দামী উপহার এর মাধ্যমে আমরা এটাও বুঝতে পারি যে মুকেশ আম্বানি কতটা প্রভাবশালী।