একসময় হতে হয়েছিল লোকের হাসিঠাট্টার পাত্র, আজ Miss India হয়ে করলেন জেলার নাম উজ্জ্বল

মিস ইন্ডিয়া খেতাব জিতে সালোনি শুধু রাজস্থানের নামে উজ্জ্বল করলেন না পুরো দেশের নাম উজ্জ্বল করলেন। এই অনুষ্ঠানে ৫০ জনের বেশি প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন। সেখানে নিজের নাম সবার প্রথমে নিয়ে আসাটা খুব একটা সহজ ছিল না তাঁর জন্য। কিন্তু সে প্রথম হয়ে দেখিয়েছে। তাকে নিয়ে আগে অনেকেই মজা করতো তাঁর উচ্চতা নিয়ে। অনেকেই বলেছে, তিনি পারবেন না। তাঁর পক্ষে মিস ইন্ডিয়া হওয়া সম্ভব নয়। কিন্তু সালোনি কারোর কথায় পাত্তা না দিয়ে নিজের লক্ষে এগিয়ে গেছেন।

সালোনি হলেন নাগৌর জেলার অঞ্চলের মেন্দারের বাসিন্দা। তিনি কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেছিলেন। তাঁর বাবা রামস্বরূপ কৃষিকাজ করেন এবং মাতা আশা দেবী তিনি একজন গৃহিনী। ছোটবেলা থেকেই তাঁর ইচ্ছে ছিল তিনি ফ্যাশন শোতে অংশগ্রহণ করবেন। কিন্তু তার উচ্চতা ছিল ৫ ফুট ৩ইঞ্চি। সবাই তাঁর স্বপ্নটাকে নিয়ে ঠাট্টা করতেন। কিন্তু সালোনি কারোর কথা শোনেন নি। তিনি তাঁর লক্ষে ঠিক পৌঁছে গেছেন।

তিনি স্কুলের পড়াশুনা শেষ করেছেন এল কে সিংহানিয়া স্কুল থেকে। তিনি আজমীর থেকে স্নাতক হয়েছেন। তিনি জয়পুরের কলেজ থেকে সমাজ পরিষেবা নিয়ে মাস্টার্স করেছেন। এর পাশাপাশি মডেল হওয়ার জন্য তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন। এবারে জয়পুরে অনুষ্ঠিত হয়েছিল মিস ইন্ডিয়ার প্রতিযোগিতা। সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে ৫০ জন সুন্দরী নারীর অংশগ্রহণ করেছিল প্রতিযোগিতায়।

প্রতিযোগিতায় প্রত্যেকজন প্রতিযোগী ইংরেজি ভাষায় বিচারকদের প্রশ্নের উত্তর দিলেও সালোনি নিজের মাতৃভাষাকে উত্তর দিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, কখনোই নিজের মাতৃভাষাকে ভুলে যাওয়া উচিত নয়। তিনি এটাও বলেছেন, কঠোর পরিশ্রম এবং ভাগ্য দুটোই বিশ্বাস করেন তিনি। ৮০ শতাংশ কঠোর পরিশ্রম এবং ২০ শতাংশ ভাগ্য থাকে। পরিশ্রম না করলে কখনোই ভাগ্য সাধ দেবে না। কঠোর পরিশ্রম অবশ্যই করতে হবে জীবনে সফল হতে গেলে।