ভারতীয় নোটে থাকা এই তির্যক লাইনগুলির মানে জানেন, বুঝে নিন দাগগুলির রহস্য

প্রত্যেক মানুষের জীবনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জিনিস হল টাকা। টাকা ছাড়া সেই মানুষের জীবন সত্যি অচল। দুনিয়ায় টাকা ছাড়া কোন কিছুই করা সম্ভব নয়। কিছু খাবার খেতে গেলেও সবার প্রথমে টাকার প্রয়োজন হয়। তেমনি কিছু জিনিস কিনতে গেলেও সবার প্রথমে অর্থের প্রয়োজন হবে। তাই জীবনে টাকার গুরুত্ব খুবই অপরিসীম।

কিন্তু কম বেশি সবাই ভারতীয় মুদ্রার ব্যাপারে বিশেষ কিছুই জানেন না। সেটা নিয়ে কখনো মনোযোগও দেওয়ার প্রয়োজন হয়নি। তবে যে জিনিসটার গুরুত্ব সবথেকে বেশি, সেটা সমন্ধে জানা কি উচিত নয়? তাই আজ ভারতীয় মুদ্রার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়ে যাক। ভারতীয় মুদ্রায় নোটের উপর বিভিন্ন চিহ্ন এবং লাইন দেখা যায়, জানেন কি এই লাইনের অর্থ কি?

ভারতীয় মুদ্রায় তির্যক রেখা রয়েছে। অর্থাৎ টাকার উপরে যে লাইনগুলো দেখা যায়, সেগুলো তির্যক রেখা বলা হয়ে থাকে। যেমন ১০০ টাকা, ২০০টাকার, ৫০০টাকার বা ২০০০ টাকার নোটে তির্যক রেখা দেখা যায়। আসলে এই তির্যক রেখা গুলোকে ব্লিড মার্ক বলা হয়ে থাকে। এই রকম মার্ক তৈরি করা হয়েছে প্রতিবন্ধীদের জন্য। অর্থাৎ যারা চোখে দেখতে পান না।

তারা এই লাইনগুলো স্পষ্ট করেই বুঝতে পারেন, যে সেই নোটের মূল্য কত। সে কারণে প্রতিটি নোটের লাইনের সংখ্যা এক থাকেনা, আলাদা আলাদা হয়ে থাকে। ১০০ এবং ২০০ টাকার নোটে দুইপাশে চারটি লাইন রয়েছে এবং দুটো শূন্য রয়েছে। ৫০০ টাকার নোটে এবং ২০০০টাকার নোটে দুইপাশে সাতটা করে লাইন রয়েছে। অন্ধ ব্যক্তিরা বুঝতে পারেন কত টাকার নোটে কটা লাইন রয়েছে, তা স্পর্শ করেই। তাছাড়াও নোট গুলিতে বিভিন্ন ছবি মুদ্রিত হয় যা ভারতীয় ইতিহাস এবং ধর্মীয় গুরুত্ব বোঝায়।