মেয়ের বিয়ের জন্য আর করতে হবে না চিন্তা, এই স্কিমে মাত্র ১৫১ টাকা নিবেশ করেই এখন পেয়ে যাবেন ৩১ লক্ষ টাকা

প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের বাবা-মা চান তাদের মেয়ের একটা সুন্দর পরিবারে বিয়ে হোক এবং অত্যন্ত আড়ম্বরের সাথে বিয়ে হোক। সেই জন্য তারা তাদের মেয়ের জন্য টাকা সঞ্চয় করে থাকেন। কিন্তু বর্তমানে এই মুদ্রাস্ফীতির ও ক্রমমূল্যবৃদ্ধির বাজারে টাকা সঞ্চয় করা খুবই মুশকিল ব্যাপার।

এই সমস্যা সমাধান করতে ভারতীয় জীবন বীমা কোম্পানি এলআইসি এক নতুন পলিসি এনেছে। যার আওতায় মেয়ের বিয়ের জন্য তার মা বাবা টাকা জমাতে পারে। এই পলিসিটির নাম হচ্ছে ‘কন্যাদান পলিসি’। এই পলিসিতে কন্যার পিতাকে 22 বছর পর্যন্ত প্রিমিয়াম দিতে হবে এবং 25 বছর পরে সেই টাকা সুদ সমেত ফেরত পাবেন।

প্রতিদিন গ্রাহককে 151 টাকা অর্থাৎ মাসের শেষে 4530 টাকা দিতে হবে। মেয়াদ শেষের পর অর্থাৎ 25 বছর পর 31 লক্ষ টাকা পর্যন্ত বেনিফিট পেতে পারে। এই পলিসিতে বিনিয়োগ করার জন্য গ্রাহকের বয়স 30 বছর হতে হবে। গ্রাহককে এই পলিসিতে তার একাউন্ট খোলার জন্য তার আধার কার্ড, আয়ের শংসাপত্র, পরিচয় প্রমাণ, ও ঠিকানার প্রমান ইত্যাদি দিতে হবে।

সেখানেই তার মেয়ের জন্য লাগবে জন্ম প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ফটো। এরপর এই সুবিধা উপভোগ করতে নিকটবর্তী কোন এলআইসি অফিস বা এলআইসির অফিসিয়াল সাইটে আবেদন করা যেতে পারে। প্রীমিয়ামের টাকা জমা দেওয়ার জন্য চেক বা নগদ যেকোনো একটা পদ্ধতিকে বেছে নিতে পারে।