৬ টি উপহার দিয়ে ভারতের মাথা উঁচু করল ISRO, পৌঁছে দিল সাফল্যের চূড়ায়

যত দিন যাচ্ছে দেশ তত উন্নতির পথে এগোচ্ছে। আজ দেশের মহাকাশ বিজ্ঞানীদের জন্য ভারতের নাম উজ্জ্বল হচ্ছে সময়ের সাথে সাথে। এবছর করোনা পরিস্থিতি চলাকালীন সময়ে বিজ্ঞানীরা ভ্যাকসিন এবং ওষুধ তৈরি করার সময় মহাকাশ বিজ্ঞানেরও সাহায্য নিয়েছে। ভারতের মহাকাশ সংস্থার নাম হল ইসরো। এবছর ইসরো অনেক কৃতিত্ব অর্জন করেছে। আসুন বিস্তারিত জেনে নিন।

তারিখটি ছিল ২৮ শে ফেব্রুয়ারি ২০২১, ইসরো PSLV -C51থেকে UNITYsat লঞ্চ করেছিল। এটি ISROর প্রথম উৎক্ষেপণ ছিল এবছরের। পড়ুয়ারা বানিয়েছিল উপগ্রহটি। উপগ্রহের সাথে গিয়েছিল ব্রাজিলের স্যাটেলাইট অ্যামাজোনিয়া-১ এবং ১৮ টি স্যাটেলাইট। এর সাথে আমেরিকার ১৩ টি স্যাটেলাইট ছিল। উৎক্ষেপণএ যাওয়ার সময় ভগবদ গীতা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি মহাকাশে পাঠানো হয়েছিল। উৎক্ষেপণটি সম্পূর্ণ সফল হয়েছিল। এটা সফল উৎক্ষেপণএর পর ভারত দ্বারা উৎক্ষেপিত বিদেশি উপগ্রহের সংখ্যা ৩৪২।

এই বছর দেশের মহাকাশ বিজ্ঞানীরা বৃহস্পতির চেয়ে ১.৪ গুণ বড় একটি এক্সোপ্ল্যানেট আবিস্কার করেন। এটা আবিস্কার হয়েছে মহাকাশ বিভাগের পর্দাথবিজ্ঞান গবেষণা ল্যাবেটরিতে। ২০১৮ সালের পর ভারতীয় বিজ্ঞানীরা আবার নতুন কিছু আবিস্কার করলেন। মঙ্গলযান মার্স অরবিটার মিশন মঙ্গল গ্রহের কক্ষপথ ৭ বছর পূর্ণ হলো। এটাই ছিল শেষ বছর।

এবছর ISRO চন্দ্র বিজ্ঞান কর্মশালার আয়োজন করেছিলেন ২ দিনের জন্য। কর্মশালার সময়ISRO প্রধান কে.সিভান জানান, চন্দ্রযান-২ চাঁদের ৯০০০ চক্কর সম্পূর্ণ হয়েছে। এবছর কোভিড-১৯ পরিস্থিতির সংকটের সময় দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন ৩টে ভেন্টিলেশন বানিয়ে। খুব কম খরচে এবং বহনযোগ্য বানানো হয়েছে।