“আমি আর সিনেমা করবো না” ফেসবুক লাইভে এসে কেঁদে ভাসালেন হিরো আলম, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশী অভিনেতা হিরো আলমকে নিয়ে প্রায়ই চর্চার বিষয় হয়ে থাকে। তাঁর এক একটা কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। তিনি কখনও বেসুরো গলায় গান গেয়ে অ্যালবাম বের করছেন। কখনো বা সিনেমায় অভিনয় করছেন। তবে তাঁকে নিয়ে ট্রোলড সবসময় করা হয়ে থাকে। ভারত এবং বাংলাদেশ তিনি প্রায়শই রোস্টিংএর বিষয় বস্তু হয়ে থাকেন। তবে তিনি এসব বিষয় নিয়ে আগে মাথা ঘামাননি।

সম্প্রতি তিনি জানিয়েছেন, তাকে নিয়ে করা রসিকতা গুলো তিনি আর মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ার ফেসবুক লাইভে এসে নেট দুনিয়াকে জানালেন, তিনি আর কোন সিনেমায় অভিনয় করবেন না এবং সন্ন্যাস নিতে চলে যাবেন। তিনি আর কোন সিনেমা নির্মাণ করবেন না। তবে হঠাৎ কেন তাঁর এরকম সিদ্ধান্ত? আসলে তার সমস্ত রাগ এবং ক্ষোভ বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এফসিডির ওপরে।

তিনি সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, ‘আমি আর এফসিডিতে যাব না। আমাকে ওরা বারবার অপমান করছে। ফিল্ম ইন্ডাস্ট্রির এরকম আচরণ আমার পক্ষে আর মানা সম্ভব নয়। আমি এখনো পর্যন্ত ৫টা চলচ্চিত্র নির্মাণ করেছি। তবে ভবিষ্যতে আর কোনো ফিল্ম নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছি। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই আমার ওপর মানসিক অত্যাচার করছে। তারা আমাকে অপমান করছে।’

‘আমাকে বাঁদর বলেও অপমান করা হয়েছে।’ তবে তাঁর বেশি অভিযোগের তির হলো শাহিন সুমনের দিকে। শাহিনের বিরুদ্ধে তাঁর অভিযোগ হলো, তিনি হিরো আলমকে কুৎসিত বলে অপমান করেছে। শুধু তাই নয় তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ এনেছেন। নতুন বছরে হিরো আলামের তিনটে সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে। তাঁর হাতেও ৫টি প্রজেক্ট রয়েছে। সেসব নিয়ে কি হবে, তিনি এখনো পর্যন্ত কিছুই বলেননি। তবে তিনি এটাও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তিনি তার ভিডিও আগের মতই তৈরি করবেন।