খ্যাতি লাভ পাওয়ার পরই বদলে ফেলেছেন চেহারার রংরুপ, পুরনো ফটো দেখে চেনা দায় এই দক্ষিণী তারকাদের

প্রকৃতির নিয়ম অনুযায়ী বয়স বাড়ার সাথে সাথে মানুষের চেহারার পরিবর্তনও ঘটতে দেখা যায়। কারো ক্ষেত্রে কিছুটা কম বা কারো ক্ষেত্রে অনেক বেশি। সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি প্রত্যেকের মধ্যেই বিষয়টি বিদ্যমান। যদিও সেলিব্রেটিদের ওয়ার্কআউট রুটিন এবং জীবনযাত্রার পার্থক্যের জন্য তাদের চেহারার পরিবর্তন ব্যাপকহারে লক্ষ্য করা যায়।

সম্প্রতি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সিনেমা ও অভিনেতাদের গত কয়েক বছরে অনেক উন্নতি হয়েছে। শুধু দেশেই নয়, সারা বিশ্বে সাউথের ছবি সাড়া ফেলছে। দক্ষিণী অভিনেতাদের ফ্যান ফলোয়িং বেড়েছে বহু গুন। আলোচ্য বিষয় দক্ষিণ ভারতীয় সিনেমা জগতের সুপরিচিত কিছু তারকাদের চেহারার পরিবর্তনের বিষয়ে।

যশ (Yash):

শুরুতেই তিনি আলোচনায় রয়েছেন, কে জি এফ (KGF) তারকা ‘কন্নড়’ অভিনেতা “যশ”। তার ছবি কেজিএফ-এ “রকি” এর চরিত্র মানুষের করতালি কেড়ে নিয়েছিল। বলিউডে এই অভিনেতার লুকও বেশ পছন্দ করছে জনগণ। এই অভিনেতা ক্যারিয়ারের শুরুতে ছোট চুল এবং হালকা শেভ করতেন। কিন্তু এখন লম্বা চুল এবং বড় দাঁড়ি তার বিশেষ পরিচয় হয়ে উঠেছে।

মহেশ বাবু (Mahesh Babu):

দক্ষিণের ছবির মাধ্যমে সকলের হৃদয়ে জায়গা করে নেওয়া “মহেশ বাবু”। অভিনয়ের পাশাপাশি সুন্দর কিউট লুকের জন্যও খুবই জনপ্রিয়। তবে আপনি তার পুরোনো ছবিগুলি দেখে অবাক হয়ে যাবেন। বর্তমানে মহেশ কে দক্ষিণের সুদর্শন এবং স্মার্ট অভিনেতা হিসাবে গণ্য করা হয়। তার চেহারার অনেক পরিবর্তন হয়েছে বলে শোনা যায়।

বিজয় দেবেরকোন্ডা (Bijay Deberkonda):

দক্ষিণের বড় তারকাদের তালিকায় রয়েছে “বিজয় দেবেরকোন্ডা” এর নামও। গোটা দেশে তার জনপ্রিয়তাও অনেক। খুব অল্প সময়ের মধ্যে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এখন তার চেহারা অনেক বদলে গেছে আগের তুলনায়।

রানা দাগ্গুবতী (Rana Daggubati):

“রানা দাগ্গুবতী” তার প্রথম ছবি ‘লিডার’-এ যেমন দেখতে ছিলেন, পরবর্তীতে ভারী ব্যায়াম এবং পরিচর্চার জন্য খুব সুদর্শন দেখাতে হয়েছেন। তার চেহারা এবং তার দুর্দান্ত শরীর দেখে, কেউ বিশ্বাস করতে পারবেন না যে, এই সাধারণ চেহারার ছেলেটি এত সুদর্শন হতে পারেন।

আল্লু অর্জুন (Allu Arjun):

অভিনেতা “আল্লু অর্জুন” ছোটবেলা থেকেই চলচ্চিত্রে সক্রিয়। তবে প্রধান তারকা হিসেবে তার প্রথম ছবি ছিল ‘গঙ্গোত্রী’। তারপর থেকে, তার চেহারাও অনেক পরিবর্তন হয়েছে। সম্প্রতি তার লুক খুবই জনপ্রিয় হয়ে উঠছে জনগণের কাছে।

রামচরণ (Ramcharan):

অভিনেতা “রামচরণ” তার সুপারহিট সিনেমার জন্য বেশ পরিচিতি রয়েছে দেশ জুড়ে। অভিনেতা তার ক্যারিয়ারের শুরুতে লম্বা চুল রাখতেন তবে এখন তিনি অনেকটাই বদলে দিয়েছেন নিজেকে।সুপারস্টার ‘চিরঞ্জীবীর’ ছেলে রাম চরণ আগে খুব পাতলা শরীরের ছিলেন। বর্তমানে তাঁর চেহারার অনেক পরিবর্তন ঘটেছে।

জুনিয়র এন.টি.আর (Juniyer NTR):

দক্ষিণের পাওয়ার তারকাদের তালিকায় “এন.টি.আর জুনিয়র” এর নাম অন্তর্ভুক্ত রয়েছে। চলচ্চিত্র ভক্তরা তার সিনেমা খুবই পছন্দ করে। জুনিয়র এনটিআর ২০০১ সালে তেলুগু ছবি ‘নিন্নু চুড়লানি’ দিয়ে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করেছিলেন। আজ জুনিয়র এনটিআর দক্ষিণ চলচ্চিত্র জগতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের মধ্যে একজন। আগের তুলনায় তিনি বর্তমানে অনেক বেশি স্টাইলিশ হয়েছেন।