Google Pay ব্যবহার করে মাত্র কয়েক মিনিটেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে পারবেন ১ লাখ টাকা, বিস্তারিত জানতে

বর্তমানে অনলাইন পেমেন্ট কম বেশি সব জায়গায় নেওয়া হয়ে থাকে। অনলাইন পেমেন্টের মধ্যে কিছু অনলাইন অ্যাপ জনপ্রিয় হয়ে উঠেছে। অনলাইনের পেমেন্টের জন্য সাধারণ মানুষ ব্যবহার করে থাকে, Google Pay, Phone Pay and Pay TM প্রমূখ। তবে আজ গুগল পের ব্যাপারে আপনাদের কিছু জানাবো।

গুগল পের মাধ্যমে খুব সহজেই অনলাইনে টাকা পাঠানো হয়ে থাকে। খুব সহজে অন্য জায়গা টাকা আপনার কাছে চলে আসে। এবার গুগোল পের তরফ থেকে আপনাকে ঋণ দেবার সুবিধা দিয়ে থাকবে। গত সোমবার থেকে পার্সোনাল লোন চালু করা হয়েছে ক্রেডিট প্লাটফর্ম বিএমআই ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড তরফ থেকে।

এই সংস্থার তরফে বলা হয়েছে, ডিএমআই ফাইন্যান্সের তরফে ঋণ পাওয়া যাবে। ঋণের টাকাটা গুগল পের মধ্য দিয়ে গ্রাহকের ব্যাংকের অ্যাকাউন্টে জমা পড়বে। খুব সহজেই গুগোল পের মাধ্যমে আপনি টাকা ঠিক পেয়ে যাবেন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

একজন ব্যক্তি সর্বনিম্ন যতখুশি টাকা লোন নিতে পারবেন। তবে সর্বোচ্চ লোনের ক্ষেত্রে ১ লক্ষ টাকা নেওয়া যাবে। আপনাকে ৩৬ মাসের মধ্যে তা দিয়ে দিতে হবে। দেশের ১৫ হাজার পিন কোডে এই সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। তবে অবশ্যই গুগোল পে ব্যবহারকারী হতে হবে। সেই ব্যক্তিকে ডিজিটাল ওয়ালেট প্ল্যাটফর্ম এর মধ্য দিয়ে এবার লোনের সুবিধা পাওয়া যাবে।