দেশের একমাত্র রেলস্টেশন যা সঞ্চালিত করে মহিলারা, নেই কোনো পুরুষ কর্মী

বাংলায় বহুল প্রচলিত এক প্রবাদ আছে – ‘যে রাঁধে সে চুলও বাঁধে’ অর্থাৎ একটা নারী যেমন বাড়ির কাজ নিপুণতার সাথে করতে পারে। ঠিক সেরকমই সেরকম চাইলে অন্যান্য যেকোনো কাজও সুন্দর ভাবে পরিচালনা করতে পারে। এরকমই এক নারী ক্ষমতায়নের ঘটনা শোনা গেল রাজস্থানের জয়পুরের গান্ধীনগর রেলস্টেশনে।

যেখানে সাফাই কর্মী থেকে শুরু করে রেলের স্টেশন মাস্টার পর্যন্ত সবাই হচ্ছেন মহিলা। এখানে মোট 40 জন মহিলা কর্মচারী আছেন। এর আগে সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত রেল স্টেশনের রেকর্ডটি ছিল মাতুঙ্গা রেল স্টেশনের। যেটি ছিল একটা শহরতলীর রেলস্টেশন। প্রায় তিন বছর ধরে গান্ধীনগর রেলস্টেশনটি সম্পূর্ণরূপে মহিলা দ্বারা পরিচালিত হচ্ছে।

2018 সালের ফেব্রুয়ারিতে উত্তর পশ্চিম রেলওয়ে তরফ থেকে স্টেশনের সম্পূর্ণ দায়িত্ব মহিলাদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিদিন স্টেশনটি দিয়ে প্রায় 50 টি ট্রেন এবং প্রায় 7000 লোক যাতায়াত করে। এত বড় ভিড়ে সামলানো সহজ ব্যাপার নয়। এমনকি এই রেলস্টেশনের আরপিএফ কর্মীরাও মহিলা। এখানে একটি প্যাড ভেন্ডিং মেশিন রাখা আছে।

ভালোভাবে পরিচালনা করার জন্য সমগ্র রেলস্টেশনটি সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। সমস্ত কাজ ভালোভাবে পরিচালনা করার জন্য, এই মহিলারা ‘সখি’ নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে একে অপরের সাথে সমন্বয় সাধন করছেন। এছাড়াও এ মহিলারা আট ঘন্টার শিফটে কাজ করে থাকেন। এটা হচ্ছে দেশের এমন একটি রেলওয়ে যেটি সম্পূর্ণরূপে মহিলা দ্বারা পরিচালিত। নারী ক্ষমতায়নের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ হল জয়পুরের এই গান্ধীনগর রেলস্টেশন।