মাস, বছর, যুগ পেড়িয়েছে কিন্তু বৃষ্টি হয়না! জানুন মিডল ইস্টে অবস্থিত এই গ্রামের অদ্ভুত ঘটনা…

পৃথিবী (Earth) র ভারসাম্য বজায় রাখার জন্য যেমন রোদ বা আলোর প্রয়োজন তেমন বৃষ্টির (Rain) ও প্রয়োজন। শীত, গ্রীষ্ম, বর্ষা মিলিয়েই এই তিন তারতম্যে বিরাজমান এই ভূখন্ড। তবে এর একটু বেগতিক হলেও প্রাণীদের জীবনচক্রে ছন্দপতন ঘটতে পারে। বিশেষত জল বা বৃষ্টির সম্ভাবনা না হলে সেই জায়গায় খরা দেখা দিতে পারে। শুষ্ক হয়ে সেই অঞ্চল প্রানহীন হয়ে পড়তে পারে। তাই বৃষ্টি ব্যাতীত কোনো ভূখন্ডে মানুষ বা প্রানী থাকতে পারেন না।

strange place on earth

আরো পড়ুনঃ India: চাঁদের পর এবার আগামী মাসে ভারতের টার্গেট এই নক্ষত্র! শুনে ঘুম উড়লো চীনের

তবে আপনি কি এটা জানেন এই পৃথিবী (Earth) তেই এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে যা আমাদের অবাক করে। কোনো ক্ষেত্রে সেটিকে আমরা মিরাকেল বলি তো কোনো ক্ষেত্রে সেটাকে বলি ভৌতিক ঘটনা। আবার এমন অনেক ঘটনাই আছে যার ব্যাখ্যা তো বিজ্ঞানের কাছেও নেই। ঠিক এমনই একটা ঘটনা হল এই  দুনিয়ায়ই এমন একটা জায়গা আছে যেখানে নাকি কখনো বৃষ্টি হয়না। কি অবাক হচ্ছেন? ভাবছেন এমন একটা জায়গা যেখানে নাকি বৃষ্টিই হয়না। আসুন জানা যাক সেই রহস্যময় ঘটনা।

here never appears rain

 

এই ভূখন্ডেই এমন এক গ্রাম রয়েছে যেখানে কখনো বৃষ্টি হয়না, এটি ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত। গ্রামটির নাম আল-হুতেইব। বৃষ্টি না হওয়ার দরুন এই গ্রাম সব সময়ই শুকনো থাকে। দিনের বেলায় প্রচণ্ড গরম হয়, আবার রাতের দিকে এই গ্রামে তীব্র ঠান্ডা অনুভব করা যায়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩২০০ মিটার উঁচুতে অবস্থিত এই গ্রামে রয়েছে শুধুই লাল বালিপাথরের পাহাড়।

আরো পড়ুনঃ AI -সংবাদ পাঠিকার ট্রেন্ডে যোগ দিল বাংলাদেশ! দেখুন বিশেষ খবর পাঠের মুহূর্ত…

সারা রাত এই ঠান্ডা পেরিয়ে যখন সকালে সূর্য উদয় হয় তখন প্রখর তপমাত্রায় গা পুড়ে ওঠে। দুনিয়ার সব জায়গায় বৃষ্টি হলেও এখানে কখনো হয়না । কারণ গ্রামটি যে উচ্চতায় অবস্থিত, সেই উচ্চতায় মেঘ জমে না। মেঘ মূলত তার নীচের স্তরে জমে। আর স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে ২০০০ মিটারের মধ্যে। কিন্তু এই অঞ্চলের উপরে কখনোই মেঘ জমে না। যার ফলে বছর কেটে গেলেও এই অঞ্চলে কখনোই বৃষ্টি হয়না।