মাহিন্দ্রা লঞ্চ করলো ভারতের প্রথম চালক বিহীন ট্র্যাক্টর, ভাইরাল হলো ট্রাক্টরের এক গুচ্ছ ছবি

চালকবিহীন গাড়ির কথা তো আমরা সবাই শুনেছি এবং অধীর আগ্রহে তা ভারতে আসার জন্য অপেক্ষা করছি। কিন্তু সম্প্রতি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি এমন কিছু ঘোষণা করেছে যা কৃষি ব্যবস্থায় এক রূপান্তর আনতে পারে। মাহিন্দ্রা কোম্পানি চালকবিহীন ট্র্যাক্টর আনতে চলেছে বাজারে।

কোম্পানি বলেছে বিশ্বের কৃষকদের অবস্থার কথা মাথায় রেখে এই চালকবিহীন ট্রাক্টরটি তৈরি করা হচ্ছে। গাড়িটি বর্তমানে চেন্নাইতে মাহিন্দ্রা গ্রুপের উদ্ভাবনী কেন্দ্র মাহিন্দ্রা রিসার্চ ভ্যালিতে তৈরি হচ্ছে। আগত সময়ে কৃষি ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে এই ট্রাক্টরটি, বলে দাবি করছে এই সংস্থা। এই ট্রাক্টরটি সম্পূর্ণ নিয়ন্ত্রিত হবে ট্যাবলেট এর সাহায্যে।

ট্র্যাক্টরটির মধ্যে একটা জিওফেন্স লক লাগানো আছে। যাতে এই ট্রাক্টরটি ক্ষেত্রের পরিসীমার ভেতরে থাকবে। ইঞ্জিন ও প্রযুক্তির কথা বলতে গেলে বলতে হয় যে এই গাড়িটিতে বিশেষ ধরনের জি পি এস যুক্ত অটো স্টিয়ারিং লাগানো আছে। যা গাড়িটিকে এক সরলরেখায় চলতে সাহায্য করবে। এছাড়াও আছে একটা অটো লিফট যা ক্ষেতে কৃষি কাজ করার সময় সয়ংক্রিয়ভাবে চাষের যন্ত্রপাতি গুলিকে নিচে নামাবে।

আবার ক্ষেত চষা শেষ হয়ে গেলে যন্ত্রপাতিগুলোকে আবার ওপরে তুলে দেবে। একটা বিশেষ ধরনের অটো টার্ন বৈশিষ্ট্য আছে। যাতে ট্রাক্টরটি সহজেই ঘোরানো যায়। মাহিন্দ্রা কোম্পানির এই নবাগত ট্রাক্টরের এমন অনেক ফিচার আছে যার সাহায্যে সহজেই জমি চষা যাবে। তাই বলা যেতে পারে এটি নিঃসন্দেহে কৃষি ব্যবস্থায় এক নয়া মোড় নিয়ে আসবে।