কৃষিকাজ করে ববিতা উপার্জন করছেন লক্ষ লক্ষ টাকা, আত্মনির্ভর হতে ট্রেনিং দেন যুবক যুবতীদেরও

কথিত আছে, পরিশ্রম ও নিষ্ঠার সাথে কাজ করলে সফলতা অনিবার্য। নিয়ম মেনে সঠিক পথে চলতে পারলে অবশ্যই জীবনে উন্নতি আসে। তার এক নতুন উদাহরণ ২৫ বছর বয়সী “ববিতা রাওয়াত” (Babita Rawat)। ‘উত্তরাখণ্ডের’ ‘রুদ্রপ্রয়াগ’ জেলার ‘উমরেলা’ গ্রামের বাসিন্দা। তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে মাঠে কৃষি কাজ করে লাখ লাখ টাকা আয় করছেন।

‘ববিতা রাওয়াত’ এর বয়স যখন ১৩ বছর তখন তার বাবা অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে উপার্জন করার মতো আর কেউ ছিলো না। যার কারণে বাড়ির আর্থিক অবস্থা খারাপ হতে শুরু করে। ছয় (৬) জন ছোট ভাইবোন সহ পুরো পরিবারের খরচ চালানো খুবই কঠিন হয়ে পড়েছিলো সেই সময়ে।পরিবারের খরচ, সব ভাইবোনের লেখাপড়ার খরচ বহন করা কঠিন হলেও ববিতা হাল ছেড়েদেয়নি।

আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে কৃষিকাজ ও পশু পালন শুরু করেছিলেন। প্রথমে মাত্র ১৭ একর শুকনো জমিতে তিনি মাশরুম এবং সবজি চাষ শুরু করেছিলেন। সেখান থেকে আজ তিনি বছরে কয়েক লক্ষ টাকা রোজগার করছেন। ববিতা রাওয়াত তার ক্ষেতে বা জমিতে ‘কপি’, ‘টমাটো’, ‘ক্যাপসিকাম’ এর মতো সব্জি চাষ করেন।

রোজ ভোর ৪ টের সময় ঘুম থেকে উঠে পশুদের খাবার খাওয়ান। এবং তারপর তাদের দুধ সংগ্রহ করে গ্রামে গিয়ে বিক্রি করেন। এরপর সারাদিন তিনি জমিতে কৃষিকাজ করেন। নিজের কাজের পাশাপাশি ববিতা তার গ্রাম ও এলাকার লোকজনকে জানান এবং শেখান কিভাবে মাশরুম ও সবজি চাষ করতে হয়। গ্রামবাসীরা তার কাছ থেকে চাষাবাদের পদ্ধতি শিখে প্রতি মাসে প্রায় ৫ থেকে ৮ হাজার টাকা আয় করছেন বলে জানা যায়।