বছরের সেরা অভিনেতা রণবীর, বছরের সেরা সিনেমা পুষ্পা, দেখে নিন দাদাসাহেব ফালকে জয়ীদের সম্পূর্ণ তালিকা

প্রতিবছর ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ আওয়ার্ড হয়ে থাকে। এবছরও তাঁর ব্যতিক্রম নয়। গতকালই ২০২২ সালের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে গেল। দক্ষ ও প্রতিভাবান ব্যক্তিদের পুরস্কার দেওয়া হল। পুরস্কার পেলেন সেরা অভিনেতা-অভিনেত্রী, পার্শ্বচরিত্রে অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, নেতিবাচক চরিত্রের জন্য অভিনেতা-অভিনেত্রী, প্লেব্যাক গায়ক-গায়িকা। আসুন জেনে নিন কারা কারা পুরস্কার পেলেন।

 

১. চলচ্চিত্র জগতে অসামান্য অবদানের জন্য এবছরে পুরস্কার পেলেন আশা পারেখ’কে।
২. এ বছরের বেস্ট ছবির শিরোপা জিতে নিয়েছেন শেরশাহ।
৩. এ বছরে যে ছবিটি বক্স-অফিসে সমস্ত আয়ের রেকর্ডকে ভেঙে দিয়েছে অর্থাৎ ‘পুষ্পা’ ছবিটি আন্তর্জাতিক ফিচার ফিল্ম হিসেবে বিবেচনা করা হয়েছে। এই ছবির জন্য নির্বাচিত হয়েছেন ‘ অ্যানাদার রাউন্ড’।
৪. সেরা ওয়েবসিরিসের জন্য এ বছরের জন্য পুরস্কার জিতে নিলেন ক্যান্ডি।
৫. এ বছরে শর্ট ফিল্মের জন্য পুরস্কার জিতে নিলেন ‘পাউলি’।
৬. যে ছবির জন্য এবছরের বেশি সমালোচিত হয়েছে, সেই ছবির জন্য পুরস্কার জিতে নিলেন ‘সর্দার উধম’।

৭. বলিউড ’83’ ছবির জন্য রণভীর সিংকে পুরস্কারের সম্মানে ভূষিত করা হলো।
৮. সমালোচিত অভিনেতা-অভিনেত্রী হিসেবে পুরস্কার জিতে নিলেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবানি।
৯. হিন্দি ‘তড়প’ ছবির ডেভিড করার জন্য পুরস্কার পেলেন আহান শেট্টি।
১০. ওয়েব সিরিজের ‘দ্য ফ্যামিলি ম্যান 2’র জন্য পুরুস্কার জিতে নিলেন সেরা অভিনেত্রী মনোজ বাজপেয়ী।
১১. এই ওয়েব সিরিজের সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন রবিনা ট্যান্ডন।

১২. সাধারন মানুষ পছন্দ করেছেন সেরা অভিনেতা-অভিনেত্রী হিসেবে অভিমুন‍্য দাসানি ও রাধিকা মদন।
১৩. সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন কেন ঘোষ ( স্টেট অফ সেইজ: টেম্পল অ্যাটাক ছবির জন্য)
১৪. সেরা সিনেমাটোগ্রাফার এর জন্য পুরস্কার জিতে নিয়েছেন জয়কৃষ্ণ গুম্মাদি ( হাসিনা দিলরুবি ছবির জন্য)।
১৫.. পার্শ্ব চরিত্রে জন্য সেরা অভিনেতা অভিনেত্রী হিসেবে জিতে নিয়েছেন পুরস্কার, সতীশ কৌশিক ( কাগজ ছবির জন্য)
১৬. নেতিবাচক চরিত্রের জন্য অভিনেতা পুরস্কার পেয়েছেন আয়ুশ শর্মা ( অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ)
১৭. এ বছরে প্লেব্যাক গায়ক হিসেবে পুরস্কার জিতে নিয়েছেন বিশাল মিশ্রা।
১৮. এ বছরে প্লেব্যাক গায়িকা হিসেবে পুরুস্কার জিতে নিয়েছেন কণিকা কাপুর।
এছাড়াও আরও অনেকে এবছরে দাদাসাহেব ফালকের পুরস্কারে সম্মানিত হয়েছেন।