আয়ের দিক থেকে বলিউড ইন্ডাস্ট্রিকেও পিছনে ফেলে এগিয়ে গেল দক্ষীণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি,‌ চারিদিকে জয় জয় কার

বলিউডে এখনো পর্যন্ত সুপার ডুপার হিট ছবি তৈরি হয়েছে। সেগুলি বক্স অফিসে কাঁপিয়েছে এবং ছবিগুলি থেকে কোটি টাকা আয়ও করেছেন ছবির নির্মাতারা। তবে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু কিছু ছবিতে অসাধারণ গল্পের সাথে অসাধারণ অ্যাকশনও রয়েছে। দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তাল মেলাচ্ছে। বলিউডকে অনেক ক্ষেত্রে ছাড়িয়েও গিয়েছে। এখনতো দক্ষিণ ভারতীয় ছবি মুক্তি পেলেই বলিউড চিন্তিত হয়ে পড়ে।

গত বছরে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক সুপারহিট ছবি দিয়েছে। এই কারণে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পেয়েছে। কিছুদিন হলো ‘পুষ্পা’ দক্ষিণ ভারতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছিল। ছবিটিতে অভিনয় করেছিল আল্লু অর্জুন। ছবির আয় এত পরিমাণে হয়েছে যা বক্স অফিসের সমস্ত আয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী মানুষের পছন্দের মুভি হয়ে উঠেছে ‘পুষ্পা’ ছবিটি। দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি এই সময়ে এক নম্বরে অবস্থান করছে। গত বছরও দক্ষিণ ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ১৩০০ কোটি টাকা আয় হয়েছে।

এই মহুর্তে বলিউড ইন্ডাস্ট্রি দ্বিতীয় স্থানে রয়েছে। ধানুশ অভিনীত ‘অসুরন’, ‘কারনান’, ‘মাস্টার’, ‘জয় ভীমের’ মতো সুপারহিট ছবিগুলি দর্শকের কাছ থেকে প্রচুর ভালোবাসা এবং স্নেহ পেয়েছে ২০২১ সালে। বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি ২০২১ সালে ৭০০ কোটি টাকা আয় করেছে। তবে করোনা পরিস্থিতিতে খুব একটা খারাপ করেছে, এ কথা বললে ভুল হবে। তবে বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির আয়ের দিকে পার্থক্যতো আছেই।

বলিউড ইন্ডাস্ট্রিতে ফিল্ম ‘সূর্যবংশী’ দর্শকদের কাছ থেকে বেশ কিছুটা ভালোবাসা পেয়েছিল। তবে কবির অর্জুন পরিচালিত ’83’ ছবিটি দর্শকদের কাছ থেকে তেমন একটা সাড়া পায়নি। ওই সময়ে ‘পুষ্পা’ ছবিটি মুক্তি পেয়েছিল। সেখান থেকে ৩০০ কোটি টাকা আয় উঠেছে। ছবিটি দর্শকদের পছন্দের সিনেমা হয়ে উঠেছে।