করতেন হোটেলে থালা বাসন ধোয়ার কাজ, একটা ফোন কল বদলে দিয়েছিল সঞ্জয় মিশ্রর জীবন

একসময়ের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় মিশ্র ‘ও ডার্লিং ইয়ে হ্যায় ইন্ডিয়া’ ছবির মধ্যে দিয়ে বলিউড জগতে আত্মপ্রকাশ করেছিলেন। তবে এর আগে ছোট ছোট চরিত্রে অভিনয় করলেও দর্শকদের চোখে তিনি পড়েনি। তিনি ও ডার্লিং ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছিলেন। তিনি বলিউডে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তবে তিনি বলিউডে জনপ্রিয় হয়ে উঠলেও একটা সময়ে বলিউড জগত থেকে সরে দাঁড়ান।

তিনি বলিউডের অভিনয় ছেড়ে দিয়ে উত্তরাখণ্ডের ঋষিকেশের একটি ধাবায় কাজ করতে শুরু করেন। তিনি ধাবায় চা তৈরি করতেন। তিনি বাসন পরিস্কারও করতেন ধাবার। তবে যে মানুষটা বলিউডে ধারাবাহিক ভাবে কাজ পেয়ে যাচ্ছিলেন, সেই মানুষটা সুখের জীবনযাপন ছেড়ে হটাৎ এরম ভাবে জীবন শুরু করলেন কেন? আসুন বিস্তারিত জেনে নিন।

আসলে তিনি তাঁর বাবার মৃত্যুটা একদম মেনে নিতে পারেননি। তাই তিনি সবকিছু ছেড়ে দিয়ে ঋষিকেশ যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি সেখানেই থাকতে শুরু করেন। তবে তাঁর খাওয়ার খরচের জন্য তাঁকে একটা ছোট ধাবায় কাজ নিতে হয়। তিনি ঋষিকেশে থাকার সময় একসময়ের বিখ্যাত পরিচালক রোহিত শেঠির ফোন আসে। তিনি সঞ্জয়কে মুম্বাইয়ে ফিরে আসতে বলেন।

তাঁর অনুরোধ অভিনেতা এড়াতে পারেননি। তিনি মুম্বাইয়ে ফিরে আসেন। এরপর বলিউডের একের পর এক ছবিতে অভিনয় করেন। তিনি নিজেও একজন সম্ভাব্য পরিবারের সন্তান ছিলেন। তাঁর বাবা শম্ভুনাথ মিশ্র একজন সাংবাদিক ছিলেন। তাঁর দাদা একজন আইএএস অফিসার ছিলেন। সঞ্জয় মিশ্র ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে অভিনয়ের কোর্স করেছিলেন। তিনি একদিকে যেমন বলিউডেও কাজ করেছেন তেমনি ছোট পর্দায়ও অভিনয় করেছেন।