সম্পত্তিতে অমিত শাহের থেকে কম যান না তার স্ত্রী, এক দেখাতেই হয়েছিল দুজনের প্রেম

১৯৬৪ সালের ২২ শে অক্টোবর গুজরাটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (amit shah)। পিতা অনিল চন্দ্র শাহ এবং মাতা কুসুমবার ৬ টি কন্যাসন্তানের একমাত্র ভাই ছিলেন অমিত শাহ। রাজনৈতিক জীবনে আসার আগে তিনি পারিবারিক ব্যবসা প্লাস্টিক পাইপের ব্যবসা দেখভাল করতেন। মাত্র ২৩ বছর বয়সে মহারাষ্ট্রের কোলহাপুর নিবাসী সোনাল শাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অমিত শাহ।

তাঁদের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ হলেও, প্রথম দেখাতেই স্ত্রীয়ের প্রেমে পড়ে গিয়েছিলেন আজকের দিনের ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। মহারাষ্ট্রের কোলহাপুরের রাজকুমারী পদ্মরাজে গার্লস হাই স্কুলে পড়াশুনা করেছিলেন সোনাল শাহ। এবার আসি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক জীবন প্রসঙ্গে। ১৯৮২ সালে আহমেদাবাদ কলেজে পড়ার সময় বর্তমান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয় অমিত শাহর।

সংঘ প্রচারক নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হওয়ার পর ১৯৮৬ সালে বিজেপিতে যোগ দেন অমিত শাহ। আর তারপর থেকেই চলতে থাকে তাঁর রাজনৈতিক জীবন। সংসার জীবন বলতে স্ত্রী সোনাল শাহ, ছেলে জয় শাহ এবং পুত্রবধূ হর্ষিতা শাহকে নিয়েই স্বরাষ্ট্রমন্ত্রীর সংসার। নির্বাচনের সময় দেওয়া হলফনামা থেকে জানা যায় দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং তাঁর স্ত্রী ঠিক কত টাকার মালিক।

আসুন দেখে নিন- হলফনামায় জানিয়েছেন, মোট ১৫.২৯ কোটি টাকার স্থাবর সম্পদ রয়েছে অমিত শাহের। যার মধ্যে ১২.২৪ কোটি টাকা রয়েছে তাঁর নিজের নামে এবং স্ত্রীয়ের নামে রয়েছে ৩.০৫ কোটি টাকা। ৯০ লক্ষ টাকার বেশি গহনার মধ্যে অমিত শাহের কাছে রয়েছে ৩৪.১১ লক্ষ টাকার গহনা এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৫৯.৯২ লক্ষ টাকার গহনা।

২০১২ সালে দেওয়া হলফনামা অনুসারে সেই সময় অমিত শাহের কাছে ছিল মোট ১১.৭৭ কোটি টাকার সম্পত্তি। যার মধ্যে অমিত শাহের কাছে রয়েছেন ৬.৭৬ কোটি টাকা এবং তাঁর স্ত্রীর কাছে রয়েছে ৪.৩৮ কোটি টাকা। আবার ২০১৭ সালের হিসেব বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর আয় ৪৩.৬৮ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীর আয় ১.০৫ কোটি টাকা। অর্থাৎ অমিত শাহের থেকে তাঁর স্ত্রী বেশি অর্থ উপার্জন করেন।