Allu Arjun এর ওপর ভারি পড়ল কার্তিক আরিয়ানের হুমকি, আলা বৈকুন্ঠপুরামুলু এর নির্মাতাদের হতে চলেছে কোটি টাকা লোকসান

ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইনস্টা থেকে টুইটার সর্বত্রই একটাই ঝড় “পুষ্পা” (puspa)। দেশ হোক বিদেশ পুষ্পার “আল্লু” (allu) মন ছুঁয়েছে বহু দর্শকের। বলিউড থেকে ক্রিকেটার বাদ যাননি কেউই। “আল্লু অর্জুনের” ছবি ‘পুষ্পা ‘সাড়া ফেলেছে গোটা দেশে। বক্স অফিসে সব ফিল্মকে ছাপিয়ে গেছে সদ্য মুক্তি পাওয়া তেলেগু সিনেমা পুষ্পা।

সূত্রের খবর অনুযায়ী, দক্ষিনের সুপারস্টার আল্লু অর্জুনের নতুন ছবি ‘আলা বৈকুণ্ঠপুররামুলু’ ২৬ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল হিন্দি ভাষায়। তবে এখন এই ছবিটি হিন্দিতে মুক্তি পাচ্ছে না বলেই জানা যাচ্ছে। ছবিটি রিলিজ না করার সিদ্ধান্ত নিয়েছেন ছবির নির্মাতা ‘মনীশ শাহ’। ‘আলা বৈকুণ্থাপুরমুলু’ হিন্দিতে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু এখন এই বড় অভিনেতার কারণে এই ছবিটি হিন্দিতে মুক্তি পাচ্ছে না।

শাহজাদার’ নির্মাতা কার্তিক আরিয়ান বলেছেন, আল্লু অর্জুনের ছবি হিন্দিতে মুক্তি পেলে তিনি ‘শেহজাদা’ ছবিটি ছেড়ে দেবেন। এই কারণে ‘আলা বৈকুন্ঠপুরামুলু’-এর নির্মাতারা তাদের মত পরিবর্তন করেছেন। এখন এই বিষয়ে, এই ছবির প্রযোজক মনীশ শাহ গণমাধ্যমের সাথে একটি বিশেষ আলাপচারিতায় বলেছেন, ‘শাহজাদার’ নির্মাতারা চেয়েছিলেন যে ‘আলা বৈকুণ্ঠপুররামুলু’-এর হিন্দি সংস্করণ প্রেক্ষাগৃহে মুক্তি না দেওয়া হোক।

একই সময়ে, কার্তিক আরিয়ান বলেছিলেন যে, যদি ছবিটি প্রেক্ষাগৃহে আসে তবে তিনি শাহজাদা থেকে বেরিয়ে যাবেন। এতে প্রযোজকদের প্রায় ৪০ কোটি টাকা ক্ষতি হবে। যদিও এটা খুবই আনপ্রফেশনাল আচরণ ছিল। তিনি আরও বলেন, ‘শাহজাদার’ প্রযোজককে আমি গত ১০ বছর ধরে চিনি। আমি চাই না আমার ঘনিষ্ঠ বন্ধুর ৪০ কোটি টাকার ক্ষতি হোক।

সে কারণেই ছবির হিন্দি রিমেক মুক্তি দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। তবে এতে আমার ২০ কোটি টাকা ক্ষতি হয়েছে। আমি শুধু ডাবিং করতেই ২ কোটি টাকা খরচ করেছিলাম। ‘পুষ্পা’ ছবির চেয়েও বড় এই ছবিটা করতে চেয়েছিলাম। মুক্তি না দিলে অনেক টাকা নষ্ট হয়ে যাবে বলে জানিয়ে ছিলেন তিনি।